বুধবার   ২৭ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১২ ১৪৩১ |   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

তাইওয়ানের পাশে ঘুরছে চীনের পাঁচ জাহাজসহ ২০ যুদ্ধবিমান

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২২ ১০ ১০ ০১  

তাইওয়ানের-পাশে-ঘুরছে-চীনের-পাঁচ-জাহাজসহ-২০-যুদ্ধবিমান

তাইওয়ানের-পাশে-ঘুরছে-চীনের-পাঁচ-জাহাজসহ-২০-যুদ্ধবিমান

তাইওয়ানের পাশে চীনের পাঁচটি জাহাজ ও ২০ যুদ্ধবিমান শনাক্ত করেছে স্ব-শাসিত ভূণ্ডটির জাতীয় নিরাপত্তা মন্ত্রণালয়। স্থানীয় সময় শনিবার বিকেল ৫টার দিকে এসব জাহাজ ও যুদ্ধবিমান শনাক্ত করা হয়। 

মন্ত্রণালয় জানায়, তাইওয়ানের আকাশ প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চলের ভেতরে মাত্র দুটি চীনা যুদ্ধবিমান প্রবেশ করেছিল। এরমধ্যে একটি ছিল কাসকস রেইনবো সিএইচ-৮ (CASC Rainbow CH-4) মানহীন যুদ্ধবিমান আর অপরটি হচ্ছে শানসি ওয়াই-৮ এএসডব্লিউ অ্যান্টি সাবমেরিন বিমান। 

তাইওয়ানের যুদ্ধ বিমান টহলের একটি বিমান, জাহাজ ও ভূমিতে আকাশ প্রতিরক্ষার রকেট সিস্টেম দ্বারা এগুলো পর্যবেক্ষণ করা হয় এবং চীনের এসব কার্যক্রমের পাল্টা জবাব দেওয়া হয়। 

সম্প্রতি মার্কিন গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টিলিজেন্স এজেন্সির  (সিআইএ) সহকারী পরিচালক ডেভিড কোহেন বলেন, ২০২৭ সালের মধ্যে তাইওয়ানকে নিয়ন্ত্রণ নিতে প্রস্তুত নিয়েছেন শি জিনপিং। তার এ বক্তব্যের পরই সর্বশেষ চীনের জাহাজ ও যুদ্ধবিমান তাইওয়ানের পাশে দেখা গেল।

সূত্র- তাইওয়ান নিউজ।

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর