বুধবার   ২৭ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৩ ১৪৩১ |   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

তাইওয়ানকে রক্ষায় নতুন ছক আঁকছে যুক্তরাষ্ট্র

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২২ ১৬ ০৪ ০২  

তাইওয়ানকে-রক্ষায়-নতুন-ছক-আঁকছে-যুক্তরাষ্ট্র

তাইওয়ানকে-রক্ষায়-নতুন-ছক-আঁকছে-যুক্তরাষ্ট্র

তাইওয়ানে চীনের অভিযান প্রতিরোধে মিত্রদের নিয়ে চীনের ওপর নিষেধাজ্ঞার প্যাকেজ ঘোষণার কথা বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। তাইপেও ইউরোপীয় ইউনিয়নের কূটনৈতিকদের কাছে একই বিষয়ে চাপ সৃষ্টি করছে। 

এ বিষয়ে আলোচনায় থাকা একটি সূত্রের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

সূত্র বলছে, তাইওয়ান প্রণালীতে চীনের সামরিক মহড়া দিন দিন আতঙ্ক সৃষ্টি করছে। এ পরিস্থিতিতে যেকোনো সময় তাইওয়ানে সামরিক অভিযান চালাতে পারে বেজিং। এ বিষয়টি নিয়ে শুরুতেই ইউরোপীয় ইউনিয়নের দূতদের সঙ্গে আলাদাভাবে আলোচনা করেছেন ওয়াশিংটন ও তাইপে। 

দুটি বিষয়কে চিন্তায় রেখে চীনের ওপর কম্পিউটার চিপ ও টেলিকম সরঞ্জামের মতো স্পর্শকাতর প্রযুক্তির ওপর বাণিজ ও বিনিয়োগের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এ ব্যবস্থা থেকে নিষেধাজ্ঞার ধারণা এসেছে। 

কীভাবে নিষেধাজ্ঞার বিষয়টি বিবেচনা করা হচ্ছে তা সূত্র বিস্তারিতভাবে বলেনি। চীন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক দেশ এবং বৈশ্চিক যোগানের অন্যতম অংশ। দেশটির ওপর নিষেধাজ্ঞা দিলে বিশ্বের ভঙ্গুরতার জন্য প্রশ্ন উঠবে।

মার্কিন বাণিজ্য বিভাগের সাবেক সিনিয়র কর্মকর্তা নাজাক নিকাখাতার বলেন,  চীনের অর্থনৈতিক সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ব্যাপকভাবে জটিল অবস্থায় রয়েছে। তবে রাশিয়ার চেয়ে চীনের ওপর নিষেধাজ্ঞার চর্চা করা যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য কঠিন হবে। 

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর