মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১২ ১৪৩১ |   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ডেঙ্গু নিয়ে আরো ৪৬০ জন হাসপাতালে, একজনের মৃত্যু

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২২ ১৮ ০৬ ০১  

ডেঙ্গু-নিয়ে-আরো-৪৬০-জন-হাসপাতালে-একজনের-মৃত্যু

ডেঙ্গু-নিয়ে-আরো-৪৬০-জন-হাসপাতালে-একজনের-মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। একই সময় ডেঙ্গু আক্রান্ত ৪৬০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ৪৬০ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৩২০ জন। এছাড়া ঢাকার বাইরে ১৪০ জন।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা ডেঙ্গুরোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৭৩৮ জনে।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সর্বমোট ১৪ হাজার ৮২২ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১৩ হাজার ৩০ জন।

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর