বুধবার   ২৭ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১২ ১৪৩১ |   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ডেঙ্গুর বিস্তার রোধে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: স্বাস্থ্য সচিব

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২২ ১৪ ০২ ০১  

ডেঙ্গুর-বিস্তার-রোধে-সবাইকে-একসঙ্গে-কাজ-করতে-হবে-স্বাস্থ্য-সচিব

ডেঙ্গুর-বিস্তার-রোধে-সবাইকে-একসঙ্গে-কাজ-করতে-হবে-স্বাস্থ্য-সচিব

ডেঙ্গুর বিস্তার রোধে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব ড. মো. আনোয়ার হোসেন হাওলাদার।

বুধবার ডিরেক্টরেট জেনারেল অব হেলথ সার্ভিসের (ডিজিএইচএস) সভাকক্ষে এডিস মশা নিয়ন্ত্রণে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্য সচিব বলেন, ডেঙ্গু নিরসনে সিটি কর্পোরেশন কাজ করছে। আমাদের নির্দেশনা রয়েছে। আমরা হাত গুটিয়ে বসে নেই। তবে সেইসঙ্গে পরিবেশ মন্ত্রণালয়েরও ভূমিকা রয়েছে। জনসাধারণের সচেতনতার প্রয়োজন রয়েছে। কারো একার পক্ষে এর সমাধান সম্ভব নয়। 

আমরাই ডেঙ্গু লালন-পালন করছি উল্লেখ করে তিনি বলেন,  প্লাস্টিকতো আছেই, তাছাড়া যেখানে-সেখানে কনটেইনার, পানির বোতল ফেলে রাখি। এতে পানি জমে থাকে। পরিচ্ছন্নতার ব্যাপারে আমাদের সবাইকে আরো সচেতন হতে হবে। জ্বর হলেই হাসপাতালে যেতে হবে এমন নয়। প্রাথমিকভাবে জ্বর হলেই প্রচুর ফ্লুয়িড এবং প্যারাসিটামল খেতে হবে। যদি গুরুতর কোনো লক্ষণ দেখা দেয় বা কারো আগে থেকে কোনো জটিল রোগ হয়ে থাকলে সেক্ষেত্রে হাসপাতালে ভর্তি হতে হবে। তাছাড়া চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলার কথাও বলেন তিনি। 

কর্মশালায় আইইডিসিআর’র পরিচালক অধ্যাপক ডা. তাহমিনা শিরিন, স্বাস্থ্যের অতিরিক্ত মহাপরিচালক আহমেদুল কবির, অধ্যাপক ডা. রবিদ আমিন, ডা. মো. একরামুল হক, অধ্যাপক আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম, ডা. মো. আনোয়ার হোসেন হাওলাদারসহ বিভিন্ন সরকারি হাসপাতালের পরিচালকরা উপস্থিত ছিলেন।

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর