সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১১ ১৪৩১ |   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ডেঙ্গুতে আরো তিন মৃত্যু, হাসপাতালে ৭১২

প্রকাশিত: ৮ অক্টোবর ২০২২ ১৮ ০৬ ০২  

ডেঙ্গুতে-আরো-তিন-মৃত্যু-হাসপাতালে-৭১২

ডেঙ্গুতে-আরো-তিন-মৃত্যু-হাসপাতালে-৭১২

দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে আরো ৭১২ জন ভর্তি হয়েছেন।

শনিবার স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গুবিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, নতুন ভর্তি হওয়া ৭১২ জনের মধ্যে ঢাকায় ৪৯৯ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ২১৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বিবৃতিতে আরো বলা হয়েছে, দেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ২ হাজার ৪১৬ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৮৩৮ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ৫৭৮ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগী ২০ হাজার ২৩৫ জন। এখন পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৭ হাজার ৭৫২ জন। আর মৃত্যু হয়েছে ৬৭ জনের।

এদিকে গত ৬ সেপ্টেম্বর ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়। এটি এ বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একদিনে সবচেয়ে বেশি মৃত্যু।

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর