শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৪ ১৪৩১ |   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জামার্নিতে গ্যাস সরবরাহ বন্ধ রাখছে রাশিয়া

প্রকাশিত: ৩ সেপ্টেম্বর ২০২২ ০৯ ০৯ ০২  

জামার্নিতে-গ্যাস-সরবরাহ-বন্ধ-রাখছে-রাশিয়া

জামার্নিতে-গ্যাস-সরবরাহ-বন্ধ-রাখছে-রাশিয়া

জি-৭ জোটের দেশগুলো বিশ্ববাজারে রাশিয়ার তেলের মূল্য নির্ধারণ করতে সম্মত হওয়ার পর নতুন উত্তাপ সৃষ্টি হয়েছে। সেই উত্তাপের মধ্যে জি-৭ জোটের মিত্র দেশ জার্মানিতে গ্যাস সরবারহ আপাতত বন্ধই থাকবে বলে জানিয়েছে রাশিয়ান জ্বালানি উত্তোলন ও সরবারহকারী কোম্পানি গ্যাজপ্রম। গ্যাস পাইপলাইন নর্ডস্ট্রিম-১ এ নতুন একটি লিকেজ দেখা দেওয়ায় এ ঘোষণা দিয়েছে কোম্পানিটি।

শুক্রবার ইনস্টাগ্রামে দেওয়া একটি পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে গ্যাজপ্রম।

এর আগে, মেরামত কাজের জন্য ৩১ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত তিনদিন গ্যাস পাইপলাইন নর্ডস্ট্রিম-১ বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল গ্যাজপ্রম।

তবে পশ্চিমা দেশগুলো বলছে, পাইপলাইন মেরামত নয়, রাশিয়া জ্বালানি সংকট নিয়ে খেলছে। পশ্চিমাদেশগুলোর আশঙ্কা, ইউক্রেনে আগ্রাসনের বিরুদ্ধে তাদের বিরোধী অবস্থানকে দুর্বল করে দেওয়ার জন্য রাশিয়া ইচ্ছা করেই গ্যাসের দাম বাড়িয়ে দেওয়ার চেষ্টা করছে।

আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, নর্ডস্ট্রিম-১ পাইপলাইন দিয়েই সব থেকে বেশি গ্যাস সরবরাহ হয়ে থাকে। রাশিয়ার গ্যাস সরবরাহ বন্ধের এ সিদ্ধান্ত শীতকালে জার্মানি ও ইউরোপীয় দেশগুলোতে জ্বালানি সংকট আরো বাড়িয়ে দেবে।

এদিকে, ইউক্রেনকে সর্বশক্তি দিয়ে সহযোগিতা করছে পশ্চিমাদেশগুলো। রাশিয়ার বিরুদ্ধে প্রতিরোধ গড়তে কিয়েভকে অত্যাধুনিক অস্ত্রসহ অর্থ সরবরাহ করছে তারা। এমন পরিস্থিতিতে গ্যাস নিয়ে শিগগিরই বেকায়দায় পড়তে যাচ্ছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মিত্র পশ্চিমারা।

সোমবার জেলেনস্কি বলেন, গ্যাস সরবাহ বন্ধ করা রাশিয়ার একটি কৌশল। এটি ‘অর্থনৈতিক সন্ত্রাস’। তবে জেলেনস্কির অভিযোগ অস্বীকার করছে রাশিয়া।

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর