সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১১ ১৪৩১ |   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাপোরিঝজিয়ায় রাশিয়ার মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১৭

প্রকাশিত: ৯ অক্টোবর ২০২২ ১২ ১২ ০২  

জাপোরিঝজিয়ায়-রাশিয়ার-মুহুর্মুহু-ক্ষেপণাস্ত্র-হামলায়-নিহত-১৭

জাপোরিঝজিয়ায়-রাশিয়ার-মুহুর্মুহু-ক্ষেপণাস্ত্র-হামলায়-নিহত-১৭

দক্ষিণ ইউক্রেনের জাপরিঝজিয়া শহরে সাতটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে এক শিশুসহ ১৭ জন নিহত হয়েছেন।  ইউক্রেনের কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানিয়েছে ফ্রান্সের বার্তা সংস্থা এএফপি। 

ইউক্রেনের জরুরি বিভাগ জানায়, দেশটির দক্ষিণাঞ্চলের ইউক্রেনীয় সেনাদের আর্টিলারি যুদ্ধের সম্মুখভাগ থেকে ৪০ কিলোমিটার দূরে শনিবার সকালে ক্ষেপণাস্ত্রগুলো আঘাত হানে। এতে ১৭ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে একজন শিশু রয়েছে। হামলায় প্রথমে একজন নিহত হন। তবে মৃত্যুর সংখ্যা দ্রুত বাড়তে থাকে। 

রাশিয়ার সাতটি ক্ষেপণাস্ত্র হামলায় একটি পাঁচতলা ভবন মাটির সঙ্গে ধূলিস্যাৎ হয়েছে।

এদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি টেলিগ্রামের এক বার্তায় বলেন, জাপরিঝজিয়াকে প্রতিদিন রকেট হামলার চালানোর লক্ষ্যবস্তু বানানো হয়েছে, যা স্পষ্টত ইচ্ছাকৃত অপরাধ। 

ইউক্রেনের নিয়ন্ত্রণে থাকা শহরটি জাপোরিঝজিয়া অঞ্চলে অবস্থিত। তবে অঞ্চলটির পারমাণবিক এলাকা রাশিয়ার দখলে রয়েছে, যেখানে প্রায় গোলাগুলির ঘটনা ঘটে। 

জাপোরিঝজিয়া অঞ্চলকে অন্তর্ভুক্তির দাবি করছে মস্কো। কিন্তু সেই অঞ্চলটি পুরোপুরি দখল করতে পারেন রুশ সেনারা।

ইউক্রেন বলছে, গত সপ্তাহে জাপোরিঝজিয়া অঞ্চলে কয়েকটি বেসামরিক প্রাইভেটকারের ওপর হামলার ঘটনায় ৩০ জন নিহত হন। ঐ হামলার জন্য মস্কোকে দায়ী করছে ইউক্রেন।

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর