বুধবার   ২৭ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১২ ১৪৩১ |   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাপানে শক্তিশালী টাইফুন ‘নানমাদোল’র তাণ্ডব, নিহত ২

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২২ ১৪ ০২ ০১  

জাপানে-শক্তিশালী-টাইফুন-নানমাদোলর-তাণ্ডব-নিহত-২

জাপানে-শক্তিশালী-টাইফুন-নানমাদোলর-তাণ্ডব-নিহত-২

জাপানে তাণ্ডব চালাচ্ছে শক্তিশালী টাইফুন ‘নানমাদোল’। টাইফুনটির আঘাতে দেশটির কয়েকটি দ্বীপে অন্তত ২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ৬৯ জন।

সোমবার (১৯ সেপ্টেম্বর) সংবাদমাধ্যম দ্য জাপান টাইমসের প্রতিবেদনে বলা হয়, টাইফুনটি ঘণ্টায় ১০৮ কিলোমিটার বেগে কাগোশিমা ও এর আশেপাশের দ্বীপে আঘাত হানে।

জাপানের আবহাওয়া বিভাগ গণমাধ্যমকে জানিয়েছে, ঝড়ের প্রভাবে কয়েকটি এলাকায় রেকর্ড ৪০০ মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এনএইচকের বরাত দিয়ে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স জানায়, বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ায় সেখানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখা হয়েছে। কয়েকটি দ্বীপে যান চলাচল বিঘ্নিত হওয়ায় কারখানা বন্ধ রাখতে হয়েছে।

জাপানের আবহাওয়া বিভাগ গণমাধ্যমকে জানিয়েছে, প্রবল বৃষ্টি, ঝড়ো বাতাস ও জলোচ্ছ্বাসের কারণে সবাইকে সর্বোচ্চ সতর্কাবস্থায় থাকতে হবে।

এনএইচকের ভিডিওচিত্রে দেখা গেছে, গতকাল মধ্যরাতে কাগোশিমা দ্বীপে টাইফুন 'নানমাদোল' আঘাতের পর তা কিউশু দ্বীপে তাণ্ডব চালায়। কিউশু দ্বীপে নদীর পানি রাস্তা ও ফসলি জমি প্লাবিত করেছে।

আরো পড়ুন>> স্বামী ফিলিপের পাশেই সমাধি হবে রানি এলিজাবেথের

অন্য এক ভিডিওতে দেখা যায়, কিউশু দ্বীপে নদীর তীরবর্তী অনেক বাড়িঘর ঝড়ো বাতাস ও বন্যার পানিতে বিধ্বস্ত হয়েছে।

বন্যার পানিতে গাড়ি ডুবে যাওয়ায় গাড়িতে থাকা এক ব্যক্তির মৃত্যু হয়েছে উল্লেখ করে এনএইচকের প্রতিবেদনে বলা হয়, তাইফুনের প্রভাবে অন্তত ৬৯ জন আহত হয়েছেন।

কিউশু দ্বীপে ৩ লাখ ৪০ হাজার বাড়িতে আজ সকাল থেকে বিদ্যুৎ নেই। সেখানে রেল ও উড়োজাহাজ চলাচল বন্ধ আছে।

ভিডিওটি দেখুন...

 

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর