সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১০ ১৪৩১ |   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাওয়াহিরি হত্যার পর প্রথম তালেবান-যুক্তরাষ্ট্র বৈঠক

প্রকাশিত: ৯ অক্টোবর ২০২২ ১২ ১২ ০২  

জাওয়াহিরি-হত্যার-পর-প্রথম-তালেবান-যুক্তরাষ্ট্র-বৈঠক

জাওয়াহিরি-হত্যার-পর-প্রথম-তালেবান-যুক্তরাষ্ট্র-বৈঠক

আফগানিস্তানের কাবুলে গত জুলাইয়ে আল-কায়েদা প্রধান আয়মান আল-জাওয়াহিরি হত্যার পর প্রথমবার তালেবানের সঙ্গে বৈঠক করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।

বৈঠকের সঙ্গে জড়িত দুই কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, আল-জাওয়াহিরিকে হত্যার পর প্রথমবার তালেবানের সঙ্গে সম্মুখে বৈঠকে বসেছেন বাইডেন প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা। শনিবার এ বৈঠকটি কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত হয়েছে। সেখানে বাইডেন প্রশাসনের পক্ষ থেকে সিআইএর উপ-পরিচালক ও আফগানিস্তান সম্পর্কিত মার্কিন স্বরাষ্ট্র দফতরের শীর্ষ কর্মকর্তা ছিলেন। তালেবানের পক্ষে ছিলেন তাদের গোয়েন্দা সংস্থার প্রধান আব্দুল হক ওয়াসিক।

ট্রাম্প প্রশাসনের মধ্যস্ততায় শর্তসাপেক্ষে ২০২১ সালের ১৫ আগস্ট আফগানিস্তান থেকে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটোর সৈন্য প্রত্যাহার করা হয়। তখন সন্ত্রাসীদের প্রশ্রয় না দেওয়ার অঙ্গীকার করে তালেবান। কিন্তু গত ৩১ জুলাই কাবুলে ড্রোনের মাধ্যমে আল-জাওয়াহিরিকে হত্যার পর তালেবানের বিরুদ্ধে সন্ত্রাসীদের প্রশ্রয় দেওয়ার অভিযোগ তোলে যুক্তরাষ্ট্র। একইসঙ্গে দোহা চুক্তি পরিষ্কার ও নির্লজ্জ ভঙ্গের অভিযোগ ‍তোলে মার্কিনিরা। ঐ সময় মার্কিন যুক্তরাষ্ট্র বলে যে, আল-জাওয়াহিরির অবস্থান সম্পর্কে তালেবান অবগত ছিল। তবে তালেবানের পক্ষ থেকে এ ধরনের অভিযোগ ও অভিযানের নিন্দা জানানো হয়।

জাওয়াহিরিকে হত্যার আগে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের নাগরিক মার্ক ফ্রেরিরিচকে মুক্ত করতে তালেবানের সঙ্গে যোগাযোগ শুরু করে। তবে জাওয়াহিরিকে হত্যার পর প্রথমবার তালেবানের সঙ্গে বৈঠকে বসলো বাইডেন প্রশাসন। 

শনিবারের বৈঠকে সিআইএর উপ-পরিচালক ডেভিড কোহেন এবং তালেবানের ওয়াসিক উপস্থিত ছিলেন। তারা সন্ত্রাসের বিরুদ্ধে কাজ করার উপর জোর দেন। 

ঐ বৈঠকে কোহেনের সঙ্গে ছিলেন যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র বিভাগের আফগানিস্তানের বিশেষ প্রতিনিধি টম ওয়েস্ট। টম ওয়েস্টই গতবছর থেকে তালেবানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যোগাযোগ রক্ষা করছেন। 

দুই বছর কারাবন্দি থাকার পর কাতারের মধ্যস্ততায় তিন সপ্তাহ আগে ফ্রেরিচসকে মুক্ত করা হয়েছে। কয়েক মাস আলোচনার পর তাকে মুক্ত করেছে তালেবান। তবে ফ্রেরিচসের ক্ষতির জন্য আঘাত করার অভিযোগ তুলে তালেবানকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। এখনো যুক্তরাষ্ট্রের চলচ্চিত্র নির্মাতা ইভোর শেয়ারার তালেবানের হাতে বন্দি রয়েছেন। তার আগে শেয়ারারকে জিজ্ঞাসাবাদের জন্য বেশ কয়েকবার তলব করেছিল তালেবান।

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর