বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৩ ১৪৩১ |   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ছিনতাইকারীকে রুখে দিল তরুণী

প্রকাশিত: ৮ সেপ্টেম্বর ২০২২ ২৩ ১১ ০১  

ছিনতাইকারীকে-রুখে-দিল-তরুণী

ছিনতাইকারীকে-রুখে-দিল-তরুণী

মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার চেষ্টা করেছিল ছিনতাইকারী, কিন্তু তাকে রুখে দিয়ে আলোচনায় দিল্লির এক তরুণী।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম এনডিটিভি জানায়,  তাজপুর পাহাড়ি নামের এলাকায় তার বন্ধুর সঙ্গে দেখা করে বাসায় ফিরছিলেন তরুণী। এ সময় এক ছিনতাইকারী তরুণীর হাতে থাকা মোবাইল ফোন কেড়ে নেয়ার চেষ্ট করে। ফোন কেড়ে নিয়ে পালানোর সময় ছিনতাইকারীর হাত সর্বশক্তি দিয়ে চেপে ধরেন ওই তরুণী।

এ সময় ওই ব্যক্তি পাল্টা আঘাত করেন তরুণীটিকে। তরুণীকে কয়েকটি ঘুষিও মারেন। এতেও তিনি ছেড়ে দেননি ছিনতাইকারীর হাত। ওই ব্যক্তি নিজেকে মুক্ত করার চেষ্টা করেন, কিন্তু তরুণীর কবজি শক্তিশালী ছিল। ধস্তাধস্তির একসময় ছিনতাইকারীর পায়ের সেন্ডেল খুলে যায়। তখন ছিনতাইকারী ভয়ংকরভাবে তরুণীকে আঘাত করেন। তরুণীর কাঁধে সজোরে ঘুষি মারেন। এর পরপরই ক্যামেরার ফ্রেম থেকে বাইরে চলে যান তারা।

টি-শার্ট-ট্রাউজার পরা ওই তরুণীর পায়ে স্নিকার, কাঁধে ঝোলানো ব্যাগ ছিল। যখন তরুণী ছিনতাইকারীর একটি হাত জাপটে ধরেন। তার অন্য হাতে ছিল মোবাইল ফোনটি। 

আরো পড়ুন>> সিরিয়ায় ভবন ধসে নারী-শিশুসহ নিহত ১৩

ওই এলাকার একটি গোপন ক্যামেরায় (সিসিটিভি) রেকর্ড হয়ে যায় ঘটনাটি। মোবাইল রক্ষায় তরুণীর সাহসিকতার এই ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে।

যেখানে ঘটনাটি ঘটেছে সেটিকে নির্জনস্থান বলে মনে হচ্ছে এবং আশপাশে বেশ কয়েকটি গাড়ি থামা অবস্থায় দেখা যায়।

পুলিশ জানায়, ঘটনাটি গত ৪ সেপ্টেম্বর ঘটে। রাত সাড়ে ১১টার দিকে তারা ফোনকল পান। ঘটনাস্থলে পৌঁছানোর আগে ওই ব্যক্তি পালিয়ে যান। সংঘর্ষের সময় ফোনটি ছিটকে পড়ায় ওই ব্যক্তি তা আর নিতে পারেননি।

এ ঘটনায় মামলা করা হয়েছে এবং ভিডিওতে দেখা ব্যক্তিকে খুঁজছে পুলিশ।  

ভিডিওটি দেখুন...

दिल्ली में बेख़ौफ़ बदमाश, बदरपुर इलाके में 4 सितंबर को स्नैचिंग के दौरान बदमाश ने लड़की पर हमला किया,केस दर्ज,आरोपी की तलाश जारी है pic.twitter.com/J3ymciRW8X

— Mukesh singh sengar मुकेश सिंह सेंगर (@mukeshmukeshs) September 8, 2022

সূত্র: এনডিটিভি

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর