শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৪ ১৪৩১ |   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী দক্ষ মানবসম্পদ গড়ে তোলা হবে: ইয়াফেস ওসমান

প্রকাশিত: ২৭ আগস্ট ২০২২ ১৫ ০৩ ০২  

চতুর্থ-শিল্প-বিপ্লবের-উপযোগী-দক্ষ-মানবসম্পদ-গড়ে-তোলা-হবে-ইয়াফেস-ওসমান

চতুর্থ-শিল্প-বিপ্লবের-উপযোগী-দক্ষ-মানবসম্পদ-গড়ে-তোলা-হবে-ইয়াফেস-ওসমান

বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বলেছেন, বাঙালি ভয় পাওয়ার জাতি নয়, সময়ের সঙ্গে সঙ্গে এগিয়ে যাবে। চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী দক্ষ মানবসম্পদ গড়ে তোলা হবে।

শনিবার জাতীয় প্রেসক্লাবে মানিক তোফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।  

চতুর্থ শিল্প বিপ্লব শ্রমিকেরা বিপদ হতে পারে এমন আশঙ্কার জবাবে বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী বলেন, শ্রমিকের বিপদ হবে না। হার্ডওয়ার, সফটওয়্যার ও হিউমান পাওয়ার- এই তিনে মিলেই চতুর্থ শিল্পবিপ্লব অর্জিত হবে।  

এ অনুষ্ঠানে জ্ঞানভিত্তিক সামাজিক আন্দোলনের ২৫ দফা ঢাকা ঘোষণা পেশ করা হয় এতে বলা হয়েছে, চতুর্থ শিল্প বিপ্লবের ছোঁয়ায় সবকিছু অটোমেশনের কারণে অনেকেই পেশা থেকে ছিটকে পড়বেন। তাই কীভাবে কি হবে তার পরিকল্পনা নিতে হবে।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের নেতিবাচক দিকগুলো মোকাবিলায় সর্বস্তরের মানুষের সমন্বয়ে একটি জাতীয় কমিটি গঠন করা হয়েছে। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশকেও ধাপে ধাপে রোবটিক সভ্যতা গ্রহণ করতে হবে।

সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবোটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ড. শামীম আহমেদ দেওয়ান সভাপতিত্ব করেন। এতে বিশেষজ্ঞ হিসেবে আরো বক্তব্য দেন প্রকৌশলী ওমর ফারুক খন্দকার, এএইচএম বজলুর রহমান প্রমুখ।

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর