রোববার   ২৪ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১০ ১৪৩১ |   ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ঘূর্ণিঝড় ‘হামুন’ সৃষ্টি হতে পারে আজই, সতর্কতা জারি

প্রভাতী ডেস্ক :

প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৩ ১২ ১২ ২২  

ঘূর্ণিঝড় ‘হামুন’

ঘূর্ণিঝড় ‘হামুন’

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে আজ সন্ধ্যায় ঘূর্ণিঝড় ‘হামুন’-এ পরিণত হতে পারে। সোমবার (২৩ অক্টোবর) সকালে রাজধানীর আবহাওয়া অফিসে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা জানান আবহাওয়াবিদ আব্দুর রহমান খান। তিনি জানান, ঘূর্ণিঝড় ‘হামুন’ দেশের দক্ষিণ উপকূল অতিক্রম করতে পারে আগামী ২৫ অক্টোবর।

আবহাওয়াবিদ আব্দুর রহমান খান জানান, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি সামান্য উত্তর-উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে।

গভীর নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। গভীর নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে এক নম্বর দূরবর্তী সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।  

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর