বুধবার   ২৭ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১২ ১৪৩১ |   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ঘুষ নেয়ার দায়ে সাবেক মন্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২২ ১৫ ০৩ ০২  

ঘুষ-নেয়ার-দায়ে-সাবেক-মন্ত্রীর-যাবজ্জীবন-কারাদণ্ড

ঘুষ-নেয়ার-দায়ে-সাবেক-মন্ত্রীর-যাবজ্জীবন-কারাদণ্ড

ঘুষ নেয়ার দায়ে চীনের একজন সাবেক মন্ত্রীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। তার বিরুদ্ধে নিজের ভাইসহ অপরাধীদের অবৈধ কার্যকলাপ গোপন রাখার অভিযোগও আনা হয়েছে।- খবর রয়টার্সের।

বার্তা সংস্থার খবরে বলা হয়, চীনের সাবেক বিচারমন্ত্রী ফু ঝেংহুয়া দুর্নীতির সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন হাই-প্রোফাইল তদন্তের নেতৃত্ব দিয়েছিলেন। তবে দুর্নীতির দায়ে তিনি নিজেই এখন দণ্ডিত। অবশ্য চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির আসন্ন কংগ্রেসকে ঘিরে দেশটিতে কর্মকর্তাদের মধ্যে শুদ্ধি অভিযান সম্প্রতি আরো তীব্র হয়েছে।

দুর্নীতির দায়ে ৬৭ বছর বয়সী ফুকে একটি স্থগিত মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এ রায় দুই বছর পর যাবজ্জীবন কারাদণ্ডে রূপান্তরিত হবে এবং এতে প্যারোলে মুক্তির কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় মিডিয়া।

২০১৮ সালে চীনের বিচারমন্ত্রী হন ফু ঝেংহুয়া। তবে এ দায়িত্বে আসার আগে চীনের জননিরাপত্তা মন্ত্রণালয়ের উপ-প্রধান ছিলেন তিনি।  প্রায় এক দশক আগে সাবেক নিরাপত্তা জার এবং আধুনিক চীনের সবচেয়ে শক্তিশালী কর্মকর্তা ঝু ইয়ংকাং-এর বিরুদ্ধে তদন্তসহ বহু হাই-প্রোফাইল তদন্ত এবং দমন-পীড়নের নেতৃত্ব দিয়েছিলেন ফু।

তবে চলতি বছরের জুলাই মাসে ফু ঝেংহুয়া ১১৭ মিলিয়ন ইউয়ান (১৬.৫০ মিলিয়ন মার্কিন ডলার)-এরও বেশি অর্থ ঘুষ গ্রহণের কথা স্বীকার করেন। চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর চাংচুনের একটি আদালতে ফু-এর বিচার হয়।

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর