সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১১ ১৪৩১ |   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

গরুর সাথে ধাক্কা লেগে ক্ষতিগ্রস্ত ভারতের সর্বাধুনিক প্রযুক্তির ট্রেন

প্রকাশিত: ৮ অক্টোবর ২০২২ ২০ ০৮ ০২  

গরুর-সাথে-ধাক্কা-লেগে-ক্ষতিগ্রস্ত-ভারতের-সর্বাধুনিক-প্রযুক্তির-ট্রেন

গরুর-সাথে-ধাক্কা-লেগে-ক্ষতিগ্রস্ত-ভারতের-সর্বাধুনিক-প্রযুক্তির-ট্রেন

গরুর সাথে ধাক্কায় ক্ষতিগ্রস্ত ভারতের সর্বাধুনিক প্রযুক্তির ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস।

শনিবার (৮ অক্টোবর) এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, চলন্ত অবস্থায় ট্রেনটির সামনে একটি গরু চলে আসলে ট্রেনটি সেটিকে ধাক্কা দেয়। এতে ট্রেনের সামনের অংশ (নোজ প্যানেল) ভেঙে যায়।

গুজরাটের আনন্দ স্টেশনের কাছে এই দুর্ঘটনা ঘটে। র্কতৃপক্ষ জানায়, ট্রেনটি গান্ধিনগর থেকে মুম্বাইয়ের দিকে যাচ্ছিল। সে সময় একটি গরু চলে আসে ট্রেনের সামনে। এসময় গরুর সাথে ধাক্কা খেয়ে খুলে যায় ট্রেনের কোচের সামনের একটি অংশ।

আরো পড়ুন>> আয়ারল্যান্ডে পেট্রল স্টেশনে বিস্ফোরণ, নিহত ৯

পরে মেরামতের পর আবারও রওয়ানা হয় ট্রেনটি। এর আগে বৃহস্পতিবার মহিষের পালের সাথে ধাক্কা লাগে বন্দে ভারত এক্সপ্রেসের আরও একটি ট্রেনের। গেল ৩০ সেপ্টেম্বর উদ্বোধন করা হয় অত্যাধুনিক প্রযুক্তির এই ট্রেন সার্ভিস।

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর