বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৪ ১৪৩১ |   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খারখিভের ‍দুই ভবনে হামলা চালাল রাশিয়া

প্রকাশিত: ৬ সেপ্টেম্বর ২০২২ ১৭ ০৫ ০১  

খারখিভের-‍দুই-ভবনে-হামলা-চালাল-রাশিয়া

খারখিভের-‍দুই-ভবনে-হামলা-চালাল-রাশিয়া

রাশিয়ার হামলায় ইউক্রেনের দ্বিতীয় বড় শহর খারখিভের একটি বিশাল আবাসিক ভবন বিধ্বস্ত হয়েছে। একই সময়ে একটি প্রশাসনিক ভবনে হামলা চালানো হয়। মঙ্গলবার সকালে চালানো এসব হামলায় কেউ হতাহতের খবর পাওয়া যায়নি।

খারখিভ অঞ্চলের সামরিক প্রশাসনের প্রধান ওলেহ সিনেহুবভ টেলিগ্রামে বলেন, শহরের প্রাণকেন্দ্রের একটি অংশের অ্যাপার্টপেন্ট ভবন বিধ্বস্ত হয়েছে। 

খারখিভ শহরের মেয়র ইহর তেরেখভ বলেন, কয়েক মানুষকে আবাসিক ভবনের ধ্বংসস্তুপ থেকে উদ্ধার করা হয়েছে। এরইমধ্যে ভবন থেকে তিনজনকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে দুজন নারী ও একজন পুরুষ রয়েছেন। তবে তাদের কেউ আহত হননি।

তিনি আরো বলেন, রাশিয়ার আরেকটি হামলা একটি প্রশাসনিক ভবনে আঘাত হেনেছে। তবে সেখান থেকে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। 

খারখিভের পুলিশের তদন্ত বিভাগের প্রধান সের্হি বলভিনভ বলেন, খারখিভের মূল কেন্দ্র দুটি রকেট হামলা চালানো হয়েছে। এ হামলায় ব্যবহৃত রকেট এবং হামলায় হতাহতদের সংখ্যা নির্ধারণ করা হচ্ছে। এরইমধ্যে হতাহতের বিষয়ে খোঁজ নেয়া হচ্ছে। তবে এই মুহূর্তে কাউকে হাসপাতালে ভর্তি করা হয়নি।

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর