সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১১ ১৪৩১ |   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্ষেপণাস্ত্র পরীক্ষার ব্যাখ্যা দিল উত্তর কোরিয়া

প্রকাশিত: ৮ অক্টোবর ২০২২ ১৪ ০২ ০১  

ক্ষেপণাস্ত্র-পরীক্ষার-ব্যাখ্যা-দিল-উত্তর-কোরিয়া

ক্ষেপণাস্ত্র-পরীক্ষার-ব্যাখ্যা-দিল-উত্তর-কোরিয়া

ঘনঘন ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর ব্যাখ্যা দিয়েছেন উত্তর কোরিয়া। প্রতিবেশী দেশগুলোকে হাতে নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের হুমকির জবাবের অংশ হিসেবে বৈধভাবে এসব ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হয়।

ফ্রান্সের বার্তা সংস্থা এএফপি জানায়, বিশ্বের অন্যান্য দেশ থেকে বিচ্ছিন্ন থাকা কমিউনিস্ট দেশ উত্তর কোরিয়া দুই সপ্তাহের কম সময় ছয়টি ক্ষেপণাস্ত্র ছুড়ে। সর্বশেষ গত বৃহস্পতিবার দুটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে দেশটি। 

এর আগে, গত মঙ্গলবার জাপানের ওপর দিয়ে আন্তঃদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে উত্তর কোরিয়া।  ঐ সময় জাপানের লোকদের আশ্রয় কেন্দ্রে আত্মগোপন করতে বলা হয়।

উত্তর কোরিয়ার রাষ্ট্র পরিচালিত সংবাদমাধ্যম কেসিএনএ জানায়, গত ৫০ বছর ধরে চলা মার্কিন যুক্তরাষ্ট্রের সরাসরি হুমকির কারণে আঞ্চলিক শান্তি ও উত্তর কোরিয়ার নিরাপত্তা হুমকির মুখে। তাই নিজেদের আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় আত্মরক্ষার্থে পরিকল্পিতভাবে নিয়মিত ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়ার কর্তৃপক্ষ ডিপিআরকে।

উত্তর কোরিয়ার সিভিল এভিয়েশন এজেন্সি এক বিবৃতিতে জানায়, শুক্রবার কানাডার মন্ট্রিয়েলে অনুষ্ঠিত আন্তর্জাতিক সিভিল এভিয়েশন অরগানাইজেশনের বার্ষিক সম্মলন হয়। সেই সম্মেলনে সম্প্রতি কয়েক মাসে উত্তর কোরিয়ার চালানো ক্ষেপণাস্ত্র পরীক্ষার নিন্দা করা হয়। এটিকে সিভিল এভিয়েশনের জন্য হুমকিও বলা হয়। 

ক্ষেপণাস্ত্রের পরীক্ষা নিয়ে আন্তর্জাতিক সিভিল এভিয়েশন অরগানাইজেশনে নিন্দা ও পাস করা রেজ্যুলেশন ‘উত্তর কোরিয়ার সার্বভৌমত্বকে সংকীর্ণ করতে যুক্তরাষ্ট্র ও তার নৌবাহিনীর রাজনৈতিক উসকানি’ হিসেবে দাবি করছে কিমের দেশ।

কয়েক সপ্তাহ ধরে যৌথভাবে সামরিক মহড়া দিচ্ছে সিউল, টোকিও ও ওয়াশিংটন। তারা মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর ধ্বংসাত্বক ইউএসএস রোনাল্ড র‌্যাগান বিমান বাহকসহ অনেক সামরিক মহড়া পরিচালনা করেছে। এর জবাবেই রেকর্ড সংখ্যক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় উত্তর কোরিয়া।

বিশ্লেষকরা বলছেন, জাতিসংঘের নীরবতাকে কাজে লাগিয়ে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাচ্ছে পিয়ংইয়ং।

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর