সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১১ ১৪৩১ |   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

এবার বিচারের মুখোমুখি শ্রীলংকার সাবেক প্রেসিডেন্ট

প্রকাশিত: ৭ অক্টোবর ২০২২ ২০ ০৮ ০২  

এবার-বিচারের-মুখোমুখি-শ্রীলংকার-সাবেক-প্রেসিডেন্ট

এবার-বিচারের-মুখোমুখি-শ্রীলংকার-সাবেক-প্রেসিডেন্ট

শ্রীলংকার সাবেক প্রেসিডেন্ট গোতায়াবা রাজাপাকসের বিরুদ্ধে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের করা মামলা চলার অনুমতি দিয়েছেন দেশটির সর্বোচ্চ আদালত।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের এক বিবৃতির বরাতে ব্রিটেনের বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, শ্রীলংকার সর্বোচ্চ আদালত দেশটির সাবেক প্রেসিডেন্ট গোতায়াবা রাজাপাকসের বিরুদ্ধে মামলার চালানোর অনুমতি দিয়েছেন।

শুধু শ্রীলংকার সাবেক প্রেসিডেন্টই নয়, দেশটির সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দ্রা রাজাপাকসে, তার সাবেক অর্থমন্ত্রী ও দেশটির কেন্দ্রীয় ব্যাংকের সাবেক দুই গভর্নরেরর বিরুদ্ধে মামলা চালানোর অনুমতিও দিয়েছেন সর্বোচ্চ আদালত।

সাত দশকের মধ্যে সবচেয়ে খারাপ অর্থনৈতিক অবস্থার মধ্যে পড়া দ্বীপ রাষ্ট্রের নেতৃত্বের জবাবদিহীতার জন্য এ মামলাটি করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল।

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর