বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৩ ১৪৩১ |   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

এবার দক্ষিণে পিছু হটলো রুশ সেনা, ৫০০ বর্গ কিলোমিটার মুক্ত

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২২ ১৮ ০৬ ০২  

এবার-দক্ষিণে-পিছু-হটলো-রুশ-সেনা ৫০০-বর্গ-কিলোমিটার-মুক্ত

এবার-দক্ষিণে-পিছু-হটলো-রুশ-সেনা ৫০০-বর্গ-কিলোমিটার-মুক্ত

উত্তর-পূর্ব অঞ্চলের তিন হাজার বর্গ কিলোমিটার এলাকা মুক্ত করার পর এবার ইউক্রেনের দক্ষিণের ৫০০ বর্গ কিলোমিটার পুনর্দখল করেছে দেশটির সেনাবাহিনী। দুই সপ্তাহ ধরে রাশিয়ার সেনাদের ওপর পাল্টা আক্রমণ করে এসব এলাকা দখল করে তারা।

ইউক্রেনের দক্ষিণ অঞ্চলের সামরিক বাহিনীর মুখপাত্রের বরাতে এ তথ্য জানায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

মুখপাত্র নাতালিয়া হোমেনিউক একটি ভিডিও বার্তায় জানান, আমাদের সেনাবাহিনীর বিভিন্ন দল চার এবং অন্যান্য জায়গায় ১০ কিলোমিটার অগ্রসর হয়েছে। খেরাসানের পাঁচটি বসতি এলাকা মুক্ত করে পুনর্দখল করেছে ইউক্রেনের সেনারা। 

তবে এ মুখপাত্রের দাবি আলজাজিরা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। 

ইউক্রেনের উত্তর-পূর্ব অঞ্চলের তুলনায় দক্ষিণ অঞ্চলে পাল্টা আক্রমণ কম পরিচালনা করছে দেশটির সেনাবাহিনী।  উত্তর-পূর্ব অঞ্চলে দ্রুত রাশিয়ার ওপর পাল্টা আক্রমণ করায় বিশাল অঞ্চল দখল করতে সক্ষম হয়েছে ইউক্রেন।

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর