শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৪ ১৪৩১ |   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

এক কোটি ৬০ লাখ টাকা বিতরণ করবে এনআরসি

প্রকাশিত: ২৮ আগস্ট ২০২২ ২০ ০৮ ০১  

এক-কোটি-৬০-লাখ-টাকা-বিতরণ-করবে-এনআরসি

এক-কোটি-৬০-লাখ-টাকা-বিতরণ-করবে-এনআরসি

আন্তর্জাতিক এনজিও সংস্থা নরওজিয়ান রিফিউজি কাউন্সিলের (এনআরসি) অর্থায়নে বন্যায় ক্ষতিগ্রস্ত সাড়ে তিন হাজারেরও অধিক পরিবারের মাঝে শর্তহীন নগদ অর্থ বিতরণ কার্যক্রম হাতে নিয়েছে এফ্যারটস ফর রুরাল অ্যাডভ্যান্সমেন্ট (ইরা)।  পরিবার প্রতি সাড়ে ৪ হাজার টাকা করে ৩ হাজার ৫৫৬ টি পরিবারের মধ্যে মোট ১ কোটি ৬০ লাখ ২ হাজার টাকা বিতরণ করা হবে। 

রোববার ইরা’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়, সুনামগঞ্জের বন্যা-কবলিত দু’টি উপজেলার ৪টি ইউনিয়নের ৩ হাজার ৫৫৬টি পরিবারের মধ্যে এ অর্থ মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পর্যায়ক্রমে দেওয়া  হবে। 

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত সোমবার দুপুরে দোয়ারাবাজার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ইরা’র প্রোগ্রাম কোর্ডিনেটর মো. আশিকুর রহমানের সভাপতিত্বে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান  দেওয়ান আল তানভীর আশরাফী চৌধুরী। 

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর