সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১১ ১৪৩১ |   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

একদিনে রাশিয়ার ২০ ড্রোন ভূপাতিত করলো ইউক্রেন

প্রকাশিত: ৭ অক্টোবর ২০২২ ১৮ ০৬ ০১  

একদিনে-রাশিয়ার-২০-ড্রোন-ভূপাতিত-করলো-ইউক্রেন

একদিনে-রাশিয়ার-২০-ড্রোন-ভূপাতিত-করলো-ইউক্রেন

মাত্র একদিনে রাশিয়ার ২০টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেনের সেনারা। শুক্রবার এ তথ্য জানায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা 

ইউক্রেনের সেনাবাহিনীর বরাতে সংবাদমাধ্যমটি জানায়, ভূপাতিত করা বেশিরভাগ ড্রোন ইরানের তৈরি। ড্রোনের মডেলের নাম শাহেদ-১৩৬। ড্রোনগুলোতে বিস্ফোরক ছিল।

এদিকে, দোনেস্ককে নিজেদের ভূখণ্ড বলে ঘোষণা করেছে রাশিয়া। পূর্বাঞ্চলীয় দোনেস্ক অঞ্চলে রুশ সেনাবাহিনীতে ৫০০ সাবেক অপরাধীকে নিয়োগ দেওয়া হয়েছে বলে দাবি করছে ইউক্রেন।এ ভূখণ্ড পুনরুদ্ধারে পাল্টা আক্রমণ শুরু করেছে ইউক্রেন।

ওয়াশিংটনভিত্তিক ইন্সটিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার্স বলেছে, গত কয়েক সপ্তাহ ধরে ইরান নির্মিত স্বল্প মূল্যের ড্রোন ইউক্রেনে মোতায়েন বাড়িয়েছে রাশিয়া। অবশ্য আনুষ্ঠানিকভাবে ইউক্রেনে এ ড্রোন মোতায়েনের কথা স্বীকার করেনি তেহরান ও মস্কো।

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর