মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১১ ১৪৩১ |   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

উত্তেজনার মধ্যেই দক্ষিণ কোরিয়া সফরে এলেন কমলা হ্যারিস

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২২ ১৩ ০১ ০১  

উত্তেজনার-মধ্যেই-দক্ষিণ-কোরিয়া-সফরে-এলেন-কমলা-হ্যারিস

উত্তেজনার-মধ্যেই-দক্ষিণ-কোরিয়া-সফরে-এলেন-কমলা-হ্যারিস

উত্তর কোরিয়ার দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পর দিনই দক্ষিণ কোরিয়ায় সফরে এসেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকালে তিনি দেশটিতে এসে পৌঁছান বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, জাতিসংঘের নিষেধাজ্ঞার পরও একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে আসছে উওর কোরিয়া। এরই ধারাবাহিকতায় বুধবার নিজেদের পূর্ব উপকূলে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে পিয়ংইয়ং।

এমন সময় পিয়ংইয়ং ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলো যখন বিমানবাহী রণতরী নিয়ে যৌথ সামরিক মহড়া চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া। মহড়াসহ বেশ কিছু ইস্যুতে সফরে এসেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট।

আরো পড়ুন>> রাষ্ট্রীয় গোপনীয়তা ভঙ্গের দায়ে অং সান সু চির ৩ বছরের কারাদণ্ড

দুই কোরিয়ার সীমান্ত এলাকা অসামরিক অঞ্চলে সফরের আগে সিউলে পরিদর্শন করবেন তিনি। দেশটির শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে তার বৈঠকের পরিকল্পনা রয়েছে।

এর আগে বুধবার তিনি জাপানের একটি সামরিক ঘাঁটিতে মার্কিন সেনাদের সঙ্গে দেখা করেছেন। সেখানে তিনি উত্তর কোরিয়ার সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকে আঞ্চলিক স্থিতিশীলতার হুমকি উল্লেখ করে নিন্দা জানান।

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর