শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৪ ১৪৩১ |   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইসলামের কল্যাণে কাজ করছে সরকার: মেয়র লিটন

প্রকাশিত: ২৭ আগস্ট ২০২২ ১৯ ০৭ ০২  

ইসলামের-কল্যাণে-কাজ-করছে-সরকার-মেয়র-লিটন

ইসলামের-কল্যাণে-কাজ-করছে-সরকার-মেয়র-লিটন

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেছেন, ইসলামের কল্যাণে সরকার কাজ করছে। এরই মধ্যে মডেল মসজিদ নির্মাণ, শুভেচ্ছা ভাতা ও আর্থিক সহযোগিতা প্রদান কর্মসূচি চলমান রয়েছে।

শনিবার দুপুরে রাজশাহী মহানগরীর উপশহরের মারকাজ মসজিদে তাবলীগ জামাতের দোয়া মাহফিলে অংশ নিয়ে এ কথা বলেন তিনি।

খায়রুজ্জামান লিটন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইসলামের আকিদা ও অন্য দিকগুলোর প্রতি অত্যন্ত যত্নশীল। কওমি মাদরাসাগুলোর দীর্ঘদিনের দাবি ছিল- দাওরায়ে হাদিসকে মাস্টার্সের সমমান দেওয়া। এটি প্রধানমন্ত্রী পূরণ করেছেন। এখন কওমি মাদরাসার লাখ লাখ ছাত্র যেকোনো সরকারি চাকরিতে আবেদন করতে পারেন।

তিনি আরো বলেন, সরকার সারাদেশে আকর্ষণীয় ডিজাইনে ৫৬০টি মডেল মসজিদ নির্মাণ করছে। ঈদে ইমাম, মুয়াজ্জিম, খাদেমদের শুভেচ্ছা ভাতা প্রদান, জেলা প্রশাসনের মাধ্যমে বিভিন্ন মসজিদ ও মাদরাসায় আর্থিক সহযোগিতার কর্মসূচি চলমান রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশের ইমামদের মাসিক সম্মানী ভাতা দেওয়ার বিষয়ে পরিকল্পনা করছেন।

এ সময় রাজশাহী উলামা কল্যাণ পরিষদের সভাপতি মাওলানা আব্দুল গণি, সাধারণ সম্পাদক মুফতি ওমর ফারুক, কাটাখালির জামিয়া উসমানিয়া হোছাইনাবাদ মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ জামাল উদ্দিন মাহমুদসহ তাবলীগ জামাতের মুসল্লিরা উপস্থিত ছিলেন।

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর