সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১০ ১৪৩১ |   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইরানের হিজাববিরোধী বিক্ষোভে আরো দুই নিরাপত্তা কর্মী নিহত

প্রকাশিত: ৯ অক্টোবর ২০২২ ১৮ ০৬ ০২  

ইরানের-হিজাববিরোধী-বিক্ষোভে-আরো-দুই-নিরাপত্তা-কর্মী-নিহত

ইরানের-হিজাববিরোধী-বিক্ষোভে-আরো-দুই-নিরাপত্তা-কর্মী-নিহত

নৈতিকতা পুলিশের হেফাজতে মাশা আমিনির মৃত্যুকে কেন্দ্র করে ইরানের হিজাববিরোধী বিক্ষোভ চতুর্থ সপ্তাহে গড়িয়েছে। রোববার বিক্ষোভ সামাল দিতে গিয়ে দেশটির নিরাপত্তা বাহিনীর অন্তত দুই সদস্য নিহত হয়েছেন।

ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

গত ১৬ সেপ্টেম্বর হিজাব পরার বিধান লঙ্ঘনের অভিযোগে ২২ বছর বয়সী মাশা আমিনিকে গ্রেফতার করে ইরানের নৈতিকতা পুলিশ। গ্রেফতারের কয়েক ঘণ্টার মধ্যে পুলিশি হেফাজত থেকে এ তরুণীকে কোমায় নেয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সেদিন মারা যান মাশা।

পরিবারের অভিযোগ, পুলিশি নির্যাতনে মাশার মৃত্যু হয়েছে। এ ঘটনার পর গত তিন বছরের মধ্যে ইরানে বড় বিক্ষোভের জন্ম হয়। ইরানের বিক্ষোভ থেকে এ সহিংসতায় এখন পর্যন্ত কয়েক ডজন মানুষ নিহত হয়েছেন। তাদের বেশিরভাগই বিক্ষোভকারী। তবে নিহতদের মধ্যে দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্যরাও আছেন।

দেশটির সরকারি সংবাদ সংস্থা আইআরএনএ বলছে, রাজধানী তেহরানের দক্ষিণের একটি শহরে শনিবার রাতে বিক্ষুব্ধ জনতার সঙ্গে সংঘর্ষের সময় বাসিজ বাহিনীর (নিরাপত্তা বাহিনী) একজন সদস্য মাথায় গুরুতর আঘাত পান। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। একইদিন কুর্দিস্তান প্রদেশের রাজধানী সানন্দাজে বিক্ষোভের সময় অপর একজন বাসিজ সদস্যও নিহত হন। এ শহরের বাসিন্দা ছিলেন নিহত মাশা আমিনি।

স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, চলমান বিক্ষোভে ইরানের নিরাপত্তা বাহিনীর অন্তত ১৪ সদস্য নিহত হয়েছেন।

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর