মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১১ ১৪৩১ |   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইউরোপ-রাশিয়ার গ্যাস পাইপলাইনের ছিদ্র নাশকতা: ইইউ

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২২ ১৫ ০৩ ০২  

ইউরোপ-রাশিয়ার-গ্যাস-পাইপলাইনের-ছিদ্র-নাশকতা-ইইউ

ইউরোপ-রাশিয়ার-গ্যাস-পাইপলাইনের-ছিদ্র-নাশকতা-ইইউ

রাশিয়া থেকে সমুদ্রের তলদেশ দিয়ে ইউরোপে যাওয়া নর্ড স্টিম-১ গ্যাস পাইপলাইনের শনাক্ত করা দুটি ছিদ্রকে নাশকতা হিসেবে দেখছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। তবে রাশিয়াকে এ নাশকতার জন্য সরাসরি দায়ী করছেন না ইইউ।

ইউরোপিয়ান কমিশনের প্রধান উরসোলা ভন ডের লিয়েন বলেন, ইচ্ছাকৃতভাবে এ প্রতিবন্ধকতা হলে শক্তভাবে প্রতিক্রিয়া জানানো হবে।

এর আগে, ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধের সন্ত্রাসী হামলা চালানোর অভিযোগ তুলেছিল। এছাড়া রাশিয়ার বিরুদ্ধে গ্যাস যোগান ও নর্ড স্ট্রিম লাইন নিয়ে পশ্চিমাদের জিম্মির অভিযোগ করেছিল ইইউ।

মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী  অন্তনি ব্লিনকেন বলেন, গ্যাস পাইপলাইনের দুটি ছিদ্র ইউরোপের জ্বালানির স্থিতিস্থাপকতায় কোনো প্রভাব ফেলবে না। 

দুটি পাইপলাইন গ্যাসে পরিপূর্ণ থাকা সত্তেও গ্যাস সরবরাহ করছে না রাশিয়া।

অন্তনি ব্লিনকেন সরাসরি রাশিয়াকে অভিযুক্ত করছেন না। তবে যদি ছিদ্রগুলো নিচ থেকে হয় তবে কারোর স্বার্থ হবে না।

ভন ডের লিয়েনের কথায় সুর মিলেছে ইউরোপীয় কাউন্সিলের সভাপতি চার্লস মিশেল। তিনি বলেন, ভবিষ্যতে ইউরোপে জ্বালানি যোগান বাধাগ্রস্ত করতে নর্ড স্টিম নাশকতা একটি চেষ্টা হতে পারে।

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর