রোববার   ২৪ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১০ ১৪৩১ |   ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইউক্রেনের জ্বালানি ভাণ্ডারে রুশ ক্ষেপণাস্ত্র হামলা

প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২২ ২৩ ১১ ০২  

ইউক্রেনের-জ্বালানি-ভাণ্ডারে-রুশ-ক্ষেপণাস্ত্র-হামলা

ইউক্রেনের-জ্বালানি-ভাণ্ডারে-রুশ-ক্ষেপণাস্ত্র-হামলা

ইউক্রেনে আরো ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়ার বাহিনী।

শনিবার (১৫ অক্টোবর) দেশটির জ্বালানি সরবরাহকারী স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালায় তারা। হামলায় ইউক্রেনের রাজধানী অঞ্চলের একটি প্রধান জ্বালানি কেন্দ্র ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

কিয়েভের আঞ্চলিক গভর্নর ওলেক্সি কুলেবা বলেছেন, হামলায় কেউ নিহত বা আহত হয়নি। বিদ্যুত্ ট্রান্সমিশন কোম্পানি ইউক্রেনারগো বলেছে, মেরামতকারী কর্মীরা অজ্ঞাত স্থানে বিদ্যুৎ পুনরুদ্ধারের জন্য কাজ করছে, তবে সম্ভাব্য বিদ্যুৎ বিভ্রাটের বিষয়ে বাসিন্দাদের তারা সতর্ক করেছে।

ইউক্রেনের প্রেসিডেন্টের কার্যালয়ের উপপ্রধান কিরিলো টাইমোশেঙ্কো কিয়েভ এলাকার বাসিন্দাদের এবং তিনটি পার্শ্ববর্তী অঞ্চলের জনগণকে সন্ধ্যার সর্বোচ্চ চাহিদার সময় বিদ্যুৎ সংরক্ষণ করার আহ্বান জানিয়েছেন।

আরো পড়ুন>> টিকটক বিতর্ক নিয়ে যা বললেন ক্রিকেটার সাব্বির

গত সপ্তাহে রাশিয়ার বাহিনী ইউক্রেনের শহরগুলিতে বিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে বিদ্যুত্ কেন্দ্র, আবাসিক ভবন, রাস্তা ও বিনোদন এলাকায় আঘাত করায় কয়েক ডজন মানুষ নিহত হয়।

যুক্তরাষ্ট্র ইউক্রেনের জন্য আরেক দফা সামরিক সহায়তা ঘোষণা করায় আক্রমণের তীব্রতা বাড়িয়ে দেয় রাশিয়া। হোয়াইট হাউজ কিয়েভকে সাহায্য করার জন্য একটি নিরাপত্তা প্যাকেজ হিসাবে ৭২ কোটি ৫০ লাখ ডলার প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে।

এদিকে রুশ প্রেসিডেন্ট পুতিন জানিয়েছেন, ইউক্রেনে নতুন করে বড় ধরনের হামলার প্রয়োজন নেই এবং রাশিয়া দেশটিকে ধ্বংস করতে চাচ্ছে না। রুশ প্রেসিডেন্ট জানিয়েছেন, মস্কো বরাবরই কিয়েভের সঙ্গে আলোচনায় ইচ্ছুক ছিল। তবে ইউক্রেন যদি আলোচনায় বসতে চায় তাহলে তাদের আন্তর্জাতিক মধ্যস্থতার প্রয়োজন হবে।

সূত্র: ভয়েস অফ আমেরিকা

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর