সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১০ ১৪৩১ |   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইউক্রেনকে আরো ৭২৫ মিলিয়ন ডলারের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২২ ১১ ১১ ০২  

ইউক্রেনকে-আরো-৭২৫-মিলিয়ন-ডলারের-অস্ত্র-দিচ্ছে-যুক্তরাষ্ট্র

ইউক্রেনকে-আরো-৭২৫-মিলিয়ন-ডলারের-অস্ত্র-দিচ্ছে-যুক্তরাষ্ট্র

ইউরোপের বিভিন্ন দেশের সহযোগিতা ঘোষণার পর ইউক্রেনকে আরো ৭২৫ মিলিয়ন ডলার মূল্যের অস্ত্র ও সামরিক সহযোগিতা দিতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র।

হোয়াইটহাউসের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

হোয়াইটহাউস জানায়, ইউক্রেনকে সহযোগিতার জন্য আমাদের ইউরোপীয় মিত্রদের সহযোগিতা ঘোষণার প্রেক্ষিতে যুক্তরাষ্ট্র কিয়েভকে আরো ৭২৫ মিলিয়ন ডলারের অস্ত্র ও সামরিক সরঞ্জাম দেবে।

সম্প্রতি কিয়েভসহ ইউক্রেনের বিভিন্ন অংশে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার পর যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা কিয়েভকে সহযোগিতার হাত বাড়ানোর প্রতিশ্রুতি ঘোষণা করেছিল।

শুক্রবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্তনি ব্লিনকেন এক বিবৃতিতে বলেন, ইউক্রেনজুড়ে বেসামরিকদের ওপর রাশিয়ার বর্বর বোমা হামলার প্রেক্ষিতে এ সহযোগিতা প্যাকেজ ঘোষণা করা হয়েছে। সেখানে দিনদিন রাশিয়ার সৈন্যদের বর্বরতার প্রমাণ ভারী হচ্ছে।

পরে ব্লিনকেন এক টুইটে বলেন, যেহেতু ইউক্রেনের সেনারা রাশিয়ার সেনাদের পিছু হঠাতে পেরেছে তাই যুক্তরাষ্ট্র ইউক্রেনের সঙ্গে রয়েছে।

যুক্তরাষ্ট্রের নতুন ৭২৫ মিলিয়ন ডলার প্যাকেজের আওতায় রয়েছে- হাই-মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম (হিমরাস)।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ আলাদা এক বিবৃতিতে জানায়, যুদ্ধের শুরু থেকে বাইডেন প্রশাসন মার্কিন সামরিক সহায়তার অংশ হিসেবে এখন পর্যন্ত ইউক্রেন ১৮.৩ বিলিয়ন ডলার দিয়েছে।

এরইমধ্যে ইউক্রেনকে ২০টি হিমরাস অস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র। আগামী কয়েক বছরে আরো ১৮টি হিমরাস অস্ত্র দেওয়ার কথা রয়েছে। এ অস্ত্র দিয়ে রুশ সেনাদের কামানের আস্তানা, সেতু ও অন্যান্য লক্ষ্য বস্তুতে সহজে আঘাত হানা যায়।

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর