বুধবার   ২৭ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৩ ১৪৩১ |   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আমরা বাঙালি, সংখ্যালঘু বলে কিছু নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২২ ১৬ ০৪ ০১  

আমরা-বাঙালি-সংখ্যালঘু-বলে-কিছু-নেই-স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা-বাঙালি-সংখ্যালঘু-বলে-কিছু-নেই-স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বঙ্গবন্ধু অসাম্প্রদায়িক বাংলাদেশের কথা বলেছিলেন। এখানে আমরা সবাই বাঙালি, সেই চেতনা ধারণ করেই আমরা এগিয়ে চলছি। সংখ্যালঘু বলে কিছু নেই। সবাই মিলে এগিয়ে যাবো।

শনিবার সকালে জাতীয় জাদুঘরে বাংলাদেশ মহিলা ঐক্য পরিষদ আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, আপনারা কেন সংখ্যালঘুর কথা বলেন আমার জানা নেই। এখানে আমরা সবাই একসঙ্গে চলি। তাই সংখ্যালঘু বলবেন না। যদি এটি বলতেই থাকেন তাহলে আমরা ব্যথিত হই। সংখ্যালঘু-সংখ্যাগুরু আমি বুঝি না, আমি বুঝি সবাই বাঙালি। ৩০ লাখ শহিদের রক্তে রঞ্জিত এই বাংলাদেশ। কিন্তু এখানে হিন্দু-বৌদ্ধ, খ্রিষ্টান না মুসলিমের রক্ত আমরা নির্দিষ্ট করে বলতে পারবো না।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৮ সালে ক্ষমতায় এসে নারীর ক্ষমতায়নের কথা বললেন। কিভাবে তাদের এগিয়ে যেতে হবে সেই পথ-নকশা দিলেন। যার ফলে নারীরা আজ সবক্ষেত্রে তাদের দক্ষতার পরিচয় দিয়ে সমানতালে এগিয়ে চলছেন।

আসাদুজ্জামান খান কামাল বলেন, ২০৪১ সালের মধ্যে আমরা আলোকিত বাংলাদেশের লক্ষ্যে পৌঁছবো। নারীদের সহযোগিতা ছাড়া আমরা এগিয়ে যেতে পারবো না। পুরুষ-নারী মিলে এগিয়ে যাবো। প্রধানমন্ত্রী সবসময়ই নারীবান্ধব, নারীদের এগিয়ে যেতে কাজ করে যাচ্ছেন।

সেমিনারে বাংলাদেশ মহিলা ঐক্য পরিষদের সভাপতি সুপ্রিয়া ভট্টাচার্য্য সংসদ সদস্য সুবর্ণা মুস্তফা, গণমাধ্যম ব্যক্তিত্ব মুন্নী সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর