সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১১ ১৪৩১ |   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অভিযোজন পরিকল্পনার খসড়া মন্ত্রিপরিষদে অনুমোদন

প্রকাশিত: ১০ অক্টোবর ২০২২ ১৬ ০৪ ০২  

অভিযোজন-পরিকল্পনার-খসড়া-মন্ত্রিপরিষদে-অনুমোদন

অভিযোজন-পরিকল্পনার-খসড়া-মন্ত্রিপরিষদে-অনুমোদন

জাতীয় অভিযোজন পরিকল্পনার খসড়া মন্ত্রিপরিষদে অনুমোদন দেওয়া হয়। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ খসড়া অনুমোদন দেয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয় জাতীয় অভিযোজন পরিকল্পনা উপস্থাপন করেছিলেন মন্ত্রিপরিষদের সভায়। এখানে সর্বসম্মতিক্রমে খসড়া অনুমোদন দেওয়া হয়।

তিনি বলেন, অভিযোজন পরিকল্পনার বাস্তবায়নের জন্য ২৩টি মন্ত্রণালয়ের অগ্রাধিকার ভিত্তিতে একটি পরিকল্পনা নেয়া হয়েছে, যা বাস্তবায়ন করতে ২২০ বিলিয়ন সমপরিমাণ মার্কিন ডলার খরচ হবে।

তিনি বলেন, এটাকে আরো যাচাই-বাছাই করে চূড়ান্ত অনুমোদনের জন্য পাঠানো হয়েছে।

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর