শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৪ ১৪৩১ |   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

অবৈধ হাসপাতাল-ক্লিনিক বন্ধে ফের অভিযানে নামছে অধিদফতর

প্রকাশিত: ২৮ আগস্ট ২০২২ ১৭ ০৫ ০১  

অবৈধ-হাসপাতাল-ক্লিনিক-বন্ধে-ফের-অভিযানে-নামছে-অধিদফতর

অবৈধ-হাসপাতাল-ক্লিনিক-বন্ধে-ফের-অভিযানে-নামছে-অধিদফতর

সারাদেশের সব অবৈধ হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধে ফের অভিযানে নামছে স্বাস্থ্য অধিদফতর।  রোববার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ সম্মেলনে এ তথ্য দেন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক আহমেদুর কবীর।

তিনি বলেন, অবৈধ হাসপাতাল, ক্লিনিক, ব্লাডব্যাংক বন্ধে সোমবার থেকে আবার শুরু হবে অভিযান। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সকালে আমাদের ফোন করে জানিয়েছেন, আগের অভিযানের চেয়ে আরো জোর গতিতে এ কার্যক্রম শুরু করতে হবে। সে নির্দেশনা পাওয়ার পর আমারা এ সিদ্ধান্ত নিয়েছি।

তিনি আরো বলেন, সংবাদ সম্মেলনের পরে মাঠ পর্যায়ে নির্দেশনা পাঠানো হবে। গত তিন মাসে নিবন্ধন নেই, লাইসেন্স নবায়ন করা হয়নি, তাদের হাসপাতাল বন্ধ করে দেওয়া হবে।

তিন মাস আগেও এ অভিযান চালিয়েছিল স্বাস্থ্য অধিদফতর।

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর