বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৩ ১৪৩১ |   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

১০০ টাকার জন্য প্রাণ গেল সাইফুলের

প্রকাশিত: ২ অক্টোবর ২০২২ ১১ ১১ ০২  

১০০-টাকার-জন্য-প্রাণ-গেল-সাইফুলের

১০০-টাকার-জন্য-প্রাণ-গেল-সাইফুলের

নাটোরের গুরুদাসপুরে পাওনা ১০০ টাকা নিয়ে সাইফুল ইসলাম জয় নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তবে নিহত সাইফুলের স্বজনদের অভিযোগ, পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বে দোকানি মাসুদ কাঁচের গ্লাস দিয়ে সাইফুলকে আঘাত করেন। এতে গ্লাস ভেঙে কাচের আঘাতে হাত কেটে রক্তক্ষরণে সাইফুলের মৃত্যু হয়। এ ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন চা দোকানি মাসুদ রানা।

শনিবার রাত ১০টার দিকে উপজেলার চাঁচকৈড় পুরানপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে। নিহত সাইফুল একই মহল্লায় মৃত আব্দুল জলিলের ছেলে।

গুরুদাসপুর থানার ওসি আব্দুল মতিন জানান, মাসুদ রানার চায়ের দোকানে ১০০ টাকা বকেয়া ছিল সাইফুলের। শনিবার রাতে সেই টাকা চাওয়ায় মাসুদের সঙ্গে সাইফুলের কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে দুইজন হাতাহাতি হয়। পরে সাইফুল ক্ষিপ্ত হয়ে টেবিলে রাখা গ্লাসে ঘুষি মারে। এতে গ্লাস ভেঙে তার ডান হাত কেটে রক্তক্ষরণ শুরু হলে তিনি মাটিয়ে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরো বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

Provaati
    দৈনিক প্রভাতী