মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১২ ১৪৩১ |   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

হার দিয়েই বাংলাদেশ লিজেন্ডসের টুর্নামেন্ট সমাপ্ত

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২২ ১১ ১১ ০২  

হার-দিয়েই-বাংলাদেশ-লিজেন্ডসের-টুর্নামেন্ট-সমাপ্ত

হার-দিয়েই-বাংলাদেশ-লিজেন্ডসের-টুর্নামেন্ট-সমাপ্ত

রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে নিজেদের পঞ্চম এবং শেষ ম্যাচে শ্রীলংকার বিপক্ষে নেমেছিল বাংলাদেশ লিজেন্ডস। মঙ্গলবার অনুষ্ঠিত ম্যাচেও হারের মুখ দেখেছে বাংলাদেশ। ফলে প্রথম আসরের মতো দ্বিতীয় আসরেও জয়ের দেখা পেলেন না টাইগার কিংবদন্তিরা।

শ্রীলংকা লিজেন্ডসের কাছে ৭০ রানের বড় ব্যবধানে হেরে যথারীতি টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ লিজেন্ডস। এদিন রায়পুরে টস জিতে লংকানদের আগে ব্যাটিংয়ে পাঠান টাইগার লিজেন্ডসের অধিনায়ক মোহাম্মদ শরীফ। ভুলটা যেন তখনই করেন তিনি।

প্রথমে ব্যাট করতে নেমে তিলকরত্নে দিলশানের ঝড়ো অর্ধ-শতক (৫১), সঙ্গে সনৎ জয়সুরিয়া (৩৭), মাহেলা উদাওয়াত্তে (৪৩) এবং চামারা সিলভার (৩৪) রানের উপর ভর করে ৫ উইকেটে ২১৩ রান সংগ্রহ করে লংকান লিজেন্ডসরা। 

বাংলাদেশ লিজেন্ডসের হয়ে রাজ্জাক-শরীফসহ বাকি তিন বোলার নেন ১টি করে উইকেট। জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৪৩ রান করে বাংলাদেশ লিজেন্ডসরা। 

লংকানদের দেওয়া বড় লক্ষ্য তাড়া করতে নেমে তুষার ইমরানের ধীর গতির ফিফটি ছাড়া বড় রান করতে পারেননি আর কোনো ব্যাটার। শেষদিকে ব্যাটিংয়ে নেমে আবুল হাসান করেন ১৬ বলে ঝড়ো ২৯ রান। শ্রীলংকার হয়ে ৩ উইকেট নেন তিলকরত্নে দিলশান। এছাড়া ২ উইকেট শিকার করেন আসেলা গুনারত্নে।

Provaati
    দৈনিক প্রভাতী