মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১২ ১৪৩১ |   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

হবিগঞ্জে সব ধরনের গণপরিবহন চলাচল বন্ধ

প্রকাশিত: ৮ অক্টোবর ২০২২ ১৪ ০২ ০২  

হবিগঞ্জে-সব-ধরনের-গণপরিবহন-চলাচল-বন্ধ

হবিগঞ্জে-সব-ধরনের-গণপরিবহন-চলাচল-বন্ধ

হবিগঞ্জে বাস-মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনের জন্য জেলার সব ধরনের গণপরিবহন চলাচল বন্ধ রয়েছে।

হবিগঞ্জ মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক শঙ্খ শুভ্র রায় বিষয়টি নিশ্চিত করে জানান, শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনের জন্য শনিবার সারা দিন জেলার গণপরিবহন বন্ধ থাকবে।
 
প্রধান নির্বাচন কমিশনার মো. আব্দুর রহমান বলেন, নির্বাচনে ভোট প্রদান করার জন্য সংগঠনের সদস্যরা যাতে অংশগ্রহণ করতে পারেন, সেজন্য শনিবার জেলার গণপরিবহন বন্ধ থাকবে। নির্বাচন যাতে অংশগ্রহণমূলক ও উৎসবমুখর পরিবেশে হয়, সেজন্য সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে।

আব্দুর রহমান বলেন, ঢাকা-সিলেট মহাসড়কে দেশের প্রায় সব রুটের গাড়ি চলাচল করে। তাই মানুষের তেমন দুর্ভোগ পোহাতে হবে না।  

শনিবার সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত হবিগঞ্জ শহরের জেকে অ্যান্ড এইচকে হাইস্কুল অ্যান্ড কলেজে ভোটগ্রহণ চলবে। নির্বাচনে ২০ পদে ৫০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটার সংখ্যা ২ হাজার ৩৫৪।

Provaati
    দৈনিক প্রভাতী