শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৪ ১৪৩১ |   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

হকি লিগে নাম লেখালো সাকিবের মোনাক মার্ট

প্রকাশিত: ৫ সেপ্টেম্বর ২০২২ ১৩ ০১ ০১  

হকি-লিগে-নাম-লেখালো-সাকিবের-মোনাক-মার্ট

হকি-লিগে-নাম-লেখালো-সাকিবের-মোনাক-মার্ট

এক সময় জনপ্রিয়তার তুঙ্গে থাকা বাংলাদেশের হকি যেন দিন দিন হারিয়ে যেতেই বসেছিল। সেই জনপ্রিয়তা ফেরাতে এবার ফ্রাঞ্চাইজিভিত্তিক হকি লিগ চালু করতে যাচ্ছে বাংলাদেশ হকি ফেডারেশন। 

লিগ রাঙাতে এবারের এই টুর্নামেন্টে দল কিনেছে সাকিব আল হাসানের মালিকানাধীন মোনার্ক মার্ট। 

সোমবার রাজধানীর এক পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হয় এসিই’য়ের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর ও ফ্রাঞ্চাইজিদের নাম প্রকাশ অনুষ্ঠান।  সেখানে উপস্থিত থেকে নিজের কোম্পানির নাম প্রকাশ করেন সাকিব।

অক্টোবরের তৃতীয় সপ্তাহে এই লিগ মাঠে গড়ানোর কথা রয়েছে। এ লিগে মোট ম্যাচ হবে ৩৪ টি। প্রতি দলে ১৮ জন খেলোয়াড় থাকবেন। ৬ দলে ৬ জন আইকন খেলোয়াড় খেলবেন। 

দল পাওয়ার পর সাকিব বলেন, হকি বাংলাদেশের অনেক সম্ভবনাময় একটা খেলা। এই খেলাটার পাশে থাকতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। 

তিনি আরো বলেন, আমি যখন বিকেএসপিতে ভর্তি হই তখন আমার রুমমেট বড় ভাই ছিল হকি খেলোয়াড়।  আমার বন্ধু ছিল হকি খেলোয়াড়। সেই থেকেই হকি নিয়ে কিছু একটা করার ইচ্ছা ছিল।

মোনার্ক মার্ট ছাড়াও একমি গ্রুপ, ওয়ালটন গ্রুপ এবং সাইফ পাওয়ারটেক, দেশ রুপান্তর দল নিয়েছেন। আর একটি দলের নাম প্রকাশ করা হয়নি।

লিগে প্রতি দলের ৪ জন করে বিদেশি খেলোয়াড় নেয়ার সুযোগ থাকছে। প্রতি দলে থাকবে বিদেশি কোচও। ম্যাচ পরিচালনার জন্য এই লিগে মানসম্মত বিদেশি আম্পায়ারও থাকবে।

Provaati
    দৈনিক প্রভাতী