বুধবার   ২৭ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১২ ১৪৩১ |   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বেচ্ছাসেবক লীগ নেতা শুভ্র হত্যার মামলার রায় ১০ অক্টোবর

প্রকাশিত: ৬ অক্টোবর ২০২২ ২১ ০৯ ০২  

স্বেচ্ছাসেবক-লীগ-নেতা-শুভ্র-হত্যার-মামলার-রায়-১০-অক্টোবর

স্বেচ্ছাসেবক-লীগ-নেতা-শুভ্র-হত্যার-মামলার-রায়-১০-অক্টোবর

ময়মনসিংহের গৌরীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও গৌরীপুর পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী মাসুদুর রহমান শুভ্র হত্যা মামলার যুক্তিতর্ক শেষ হয়েছে। আগামী ১০ অক্টোবর এ মামলার রায় ঘোষণা করা হবে।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) বিচারক মনির কামালের দ্রুতবিচার ট্রাইব্যুনালের ২ নম্বর আদালতে অনুষ্ঠিত হয়। যুক্তিতর্ক শুনানি শেষে বিচারক মনির কামাল আসামিদের জামিন নামঞ্জুর করে তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। গত ২০ সেপ্টেম্বর থেকে এ যুক্তিতর্ক শুনানি শুরু হয়েছিল।

গৌরীপুর পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী মাসুদুর রহমান শুভ্রকে ২০২০ সালের ১৭ অক্টোবর গৌরীপুর পৌর শহরের পানমহালে কুপিয়ে হত্যা করা হয়। বিচার চেয়ে শুভ্রর ছোটভাই আবিদুর রহমান প্রান্ত বাদী হয়ে গৌরীপুর থানায় মামলা করেন।

বিষয়টি নিশ্চিত করেন ওই আদালতের পাবলিক প্রসিকিউটর মাহবুবুর রহমান। তিনি জানান, এ মামলার রায়ের জন্য ১০ অক্টোবর নির্ধারিত তারিখ ধার্য করেছেন আদালত।

তিনি বলেন, গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম, মইলাকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াদুজ্জামান রিয়াদসহ ১৯ জনের বিচারিক কার্যক্রম ঢাকার ২ নম্বর দ্রুতবিচার ট্রাইব্যুনালে শেষ হয়েছে। মামলাটিতে রাষ্ট্রপক্ষে এরই মধ্যে আমরা ১৭ জনের সাক্ষ্য দিয়েছি। এ মামলায় আসামিপক্ষের ৬ জন সাফাই সাক্ষ্য দিয়েছেন। আমরা আশা করি ন্যায়বিচার পাব।

গৌরীপুর পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান শুভ্র। ২০২০ সালের ১৭ অক্টোবর শহরের মধ্যবাজার পানমহালে নির্মমভাবে কুপিয়ে তাকে হত্যা করা হয়। এ হত্যাকাণ্ডের পর আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠন বিচারের দাবিতে টানা ২১ দিন সড়ক অবরোধসহ নানা কর্মসূচি পালন করে। ২০২১ সালের ৫ মে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (বর্তমানে ময়মনসিংহ কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ) মো. শাহ কামাল আকন্দ।

প্রতিবেদনে চার্জশিটভুক্ত ১৪ জন ছাড়াও মামলার তদন্তকারী অফিসার অনুসন্ধানে আরো ৫ জনের সম্পৃক্ত পাওয়ায় ১৯ জনকে অভিযুক্ত করে এ প্রতিবেদন দেন।

Provaati
    দৈনিক প্রভাতী