শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৪ ১৪৩১ |   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্পিনারদের নো বল করা অপরাধ : সাকিব

প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০২২ ২০ ০৮ ০১  

স্পিনারদের-নো-বল-করা-অপরাধসাকিব

স্পিনারদের-নো-বল-করা-অপরাধসাকিব

পরপর দুই হারে এশিয়া কাপের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিতে হলো বাংলাদেশকে। লংকানদের কাছে বৃহস্পতিবার টাইগাররা হেরেছে ২ উইকেটে। যদিও দুটি ম্যাচেই হারের পেছনে বড় কারণ ডেথ ওভারের বাজে বোলিং। যে কারণে আক্ষেপে পুড়তে হয়েছে দলকে। 

এই ম্যাচের অন্যতম টার্নিং পয়েন্ট হিসেবে দেখা হচ্ছে লঙ্কান ইনিংসের সপ্তম ওভারে শেখ মেহেদি হাসানের করা নো বলটিকে। ‘বৈধ’হলে সেই বলেই যে বিদায় নিতেন তখন ২৮ রানে থাকা কুশল মেন্ডিস! 

নো বলের কারণে বেঁচে যাওয়া সেই তিনিই এরপর করেছেন ৩৭ বলে ৬০ রান, যা লংকানদের রেখেছিল রান তাড়ার কক্ষপথে।

এশিয়া কাপ থেকে ছিটকে যাওয়ার পর সাকিব আল হাসান কাঠগড়ায় তুলেছেন একজন স্পিনার হয়ে শেখ মেহেদির করা সেই নো বলকে। তিনি জানালেন, স্পিনার হয়ে এভাবে নো বল করাটা রীতিমতো এক অপরাধ। 

এরপর আরও তিনটি নো বল করেছেন বোলাররা, সঙ্গে আছে ৮টি ওয়াইড বলও। আর মেন্ডিসও ‘জীবন’ সেই একটাই পাননি। ইনিংসের শুরুতেই তিনি ফিরতে পারতেন, ব্যক্তিগত ২ রানে তাসকিন আহমেদের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছিলেন, তবে উইকেটরক্ষক মুশফিকুর রহিম তা তালুবন্দিই করতে পারেননি। 

এরপর সপ্তম ওভারে মেন্ডিস আউট হয়েও বেঁচে যান শেখ মেহেদির সেই নো বলের কল্যাণে। সাকিব সেই বল নিয়ে বললেন, ‘কোনো অধিনায়কই চায় না তার বোলাররা নো বল করুক, আর একজন স্পিনার নো বল করছে, বিষয়টা একটা অপরাধ।’

তবে দলের সামগ্রিক বোলিংকেও প্রশ্নবিদ্ধ করতে ভোলেননি সাকিব। বললেন, ‘আমরা অনেক বেশি নো বল, ওয়াইড বল করেছি। সেটা মোটেও নিয়ন্ত্রিত বোলিং নয়। এইসব ম্যাচ হচ্ছে চাপের ম্যাচ, এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে, আর সামনের দিকে তাকাতে হবে এখন।’

Provaati
    দৈনিক প্রভাতী