মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১১ ১৪৩১ |   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্পিন দিয়েই পাকিস্তানকে হারাতে চান রুমানা

প্রকাশিত: ২ অক্টোবর ২০২২ ১৮ ০৬ ০২  

স্পিন-দিয়েই-পাকিস্তানকে-হারাতে-চান-রুমানা

স্পিন-দিয়েই-পাকিস্তানকে-হারাতে-চান-রুমানা

এশিয়া কাপে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের আউটারে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান। সে ম্যাচে পাকিস্তানকে হারাতে বাংলাদেশের স্পিনাররেই যথেষ্ট বলে জানালেন রুমানা।

সোমবার সকাল ৯টায় মুখোমুখি হবে এ দুই দল। সবশেষ এশিয়া কাপ ও ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের মেয়েদের হারানোর সুখস্মৃতি রয়েছে টাইগ্রেসদের। এবার সে অভিজ্ঞতা নিয়েই মাঠে নামবে বাংলাদেশ।

সিলেটের আউটার স্টেডিয়াম যেন স্পিনের স্বর্গরাজ্য। তাই তো পাকিস্তানকে কাবু করতে বাংলাদেশের স্পিনাররাই যথেষ্ট বলে মনে করছেন স্বাগতিক অলরাউন্ডার রুমানা আহমেদ। 

এশিয়া কাপের শুরুর খেলায় থাইল্যান্ডকে হারালেও বাংলাদেশের সামনে এবার কঠিন প্রতিপক্ষ পাকিস্তান। থাই মেয়েদের বিপক্ষে কোনও চাপের মুখেই পড়তে হয়নি, তবে বিসমাহ মারুফের দল সহজে ছেড়ে দেবে না সেটা ভালো করেই জানেন জ্যোতিরা। তবে কালকের ম্যাচে স্পিন দিয়েই পাকিস্তানকে হারানো পরিকল্পনা করছেন রুমানারা।

রুমানা বলেন, ‘আমি যেটা মনে করি, জানি ওরা স্পিন বল ভালো খেলে। কিন্তু স্পিন দিয়েই তো ওদের বরাবর অ্যাটাক করেছি। আমাদের স্পিনাররা আগের চেয়ে বেশি ভালো করছে। আমরা দেখেছি আমাদের খেলা ম্যাচগুলোতে স্পিনাররা সর্বোচ্চ চেষ্টা করে আসছে। এখানেও পাকিস্তানকে হারাতে আমাদের স্পিন যথেষ্ট।’

প্রথম ম্যাচে ৩ ওভারে ৯ রান দিয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন রুমানা। বাকি ৭ উইকেটই নিয়েছেন স্পিনাররাই। আর যেভাবে সিলেটের এই মাঠে স্পিন ধরছে, রুমানারা স্পিন দিয়েই স্বাভাবিকভাবে ঘায়েল করতে চাইবেন। এই অলরাউন্ডারের এবার লক্ষ্য অলরাউন্ড পারফর্ম করে দলে অবদান রাখা। 

রুমানা বলেন, ‘আমি চেষ্টা করি সবসময় অলরাউন্ড পারফরম্যান্স করতে। ওই ধারাবাহিকতাই রাখার চেষ্টা করবো। সামনে এটা আমাদের গুরুত্বপূর্ণ ম্যাচ। ব্যাটে-বলে অবদান রাখার চেষ্টা করবো। আমি ব্যাটিং বা বোলিং দুটোতেই অবদান রাখছি। ব্যাটে বলে তাল বা সামঞ্জস্য রাখার চেষ্টা করছি। হয়তো সবসময় রাখতে পারি না, তবুও চেষ্টা করেছি দুটোতেই যেন ক্লিক করে।’

Provaati
    দৈনিক প্রভাতী