মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১২ ১৪৩১ |   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

সে প্রকৃত অর্থেই আপনার বন্ধু? বুঝবেন যেভাবে

প্রকাশিত: ৭ আগস্ট ২০২২ ১৫ ০৩ ০১  

সে-প্রকৃত-অর্থেই-আপনার-বন্ধু-বুঝবেন-যেভাবে

সে-প্রকৃত-অর্থেই-আপনার-বন্ধু-বুঝবেন-যেভাবে

বন্ধুত্বের নেই কোনো দিনক্ষণ বা সীমা-পরিসীমা। বন্ধু মানেই মন খুলে কথা বলা, বিপদে-আপদে সব সময় ভরসা করা যায় এমন একজন। সবার জীবনেই এমন একজন বন্ধু থাকে। যার সঙ্গে আত্মার সম্পর্ক গড়ে ওঠে। বন্ধু ছাড়া জীবন কাটানো খুবই কষ্টকর।

বন্ধু মানে কেবল বন্ধু নয়, তারা অনেক সময় পরিবার হয়ে ওঠে, পার্টনার হয়, এবং আরও অনেক কিছুই। তবে খারাপ বন্ধুর পাল্লায় পড়লে বা খারাপ বন্ধুত্বের সম্পর্কে থাকলে তা শান্তির জীবনকেও নষ্ট করে। তাই যাকে আপনি বন্ধু ভাবছেন, সে আদৌ আপনার বন্ধু কিনা সেটা জেনে নেয়া প্রয়োজন।

আপনাকে বদলাতে চায়

যে বন্ধু আপনাকে আপনার কমফোর্ট জোন থেকে বের করে বদলাতে চায় নিজের পছন্দ অনুযায়ী, সে ঠিক মানুষ নয় আপনার জন্য। আপনার কথা বলার ধরন, পোশাক পছন্দ, ইত্যাদি সে চাইবে তার নিজের মতো করে বদলে নিতে। এক্ষেত্রে আপনার পছন্দ বা অসুবিধা মোটেই গুরুত্ব পাবে না। যদি আপনি এমন কিছুর সম্মুখীন হয়ে থাকেন তাহলে সতর্ক হন।

আপনাকে মূল্য দেবে না

যে বন্ধু আপনার প্রশংসা করে না ভালো কাজের জন্য, আপনার উন্নতি দেখে গর্ব করে না সে কিন্তু আদতে আপনাকে হিংসে করে। তাই যে মানুষ আপনার ভালোতে খুশির হওয়ার বদলে হিংসে করে সে কখনই আপনার জন্য ঠিক নয়।

তারা আপনাকে ‘স্পেস’ দেবে না

আপনি কী চাইছেন সেটা তার কাছে কখনো গুরুত্ব পাবে না। তিনি সব সময় নিজের যেটা ইচ্ছে সেটাই করবেন। কাছের বন্ধু বলেই তিনি আপনার কোনো ব্যক্তিগত স্পেস থাকতে পারে সেটা মানতে চাইবেন না। অথচ প্রতিটা সম্পর্কেই কিন্তু এই স্পেস খুব জরুরি। সেটা যদি তিনি আপনাকে না দেন, তাহলে বুঝবেন তিনি সঠিক বন্ধু নন আপনার।

ক্ষমা চাওয়া

সব সম্পর্কেই ছোটখাটো সমস্যা হয়। কিন্তু সে যদি কোনো ভুল করার পর সঠিকভাবে ক্ষমা না চায় তাহলে বুঝবেন সেই বন্ধু আপনার জন্য ঠিক নয়। এছাড়া কোনো ঝামেলা হলেই যদি বারবার আপনাকেই ক্ষমা চাইতে হয় তাহলে সরে আসুন সেই সম্পর্ক থেকে।

যথাযথ কেয়ার নেবে না

আপনি কী বলছেন, কী চাইছেন সেসব তার কাছে গুরুত্ব পাবে না। এর ফলে আপনার বারবার অসম্মানিতবোধ হতে পারে। মনে হতে পারে সে আপনার কেয়ার করে না। আপনি কী বলতে চাইছেন সে শুনতে চাইছে না। যদি এটা হয়, তাহলে সতর্ক হন।

Provaati
    দৈনিক প্রভাতী