মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১১ ১৪৩১ |   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

সিলেটের হেড কোচ হলেন নাজমুল

প্রকাশিত: ২ অক্টোবর ২০২২ ১৭ ০৫ ০২  

সিলেটের-হেড-কোচ-হলেন-নাজমুল

সিলেটের-হেড-কোচ-হলেন-নাজমুল

২৪তম জাতীয় ক্রিকেট লিগ শুরু হবে আর কিছুদিন পরই। এর আগে সিলেট বিভাগের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক পেসার নাজমুল হোসেন।

ইনজুরির কারণে ক্রিকেট ক্যারিয়ার লম্বা করতে পারেননি। তবে কোচিং পেশায় বেশ ভালো সময়ই পার করছেন নাজমুল। বিভাগীয় দল ছাড়াও টাইগারদের সাবেক এই পেসার বর্তমানে বিসিবির বাংলা টাইগার্সের বোলিং কোচের দায়িত্ব পালন করছেন।

অবশ্য নতুন করে নিজের বিভাগের প্রধান কোচের দায়িত্ব পেয়ে বেশ উচ্ছ্বসিত নাজমুল। তিনি জানিয়েছেন, হেড কোচের মতো বড় একটি দায়িত্বে অবশ্যই ভালো করার চ্যালেঞ্জ থাকবে। একই সঙ্গে জানালেন, সিলেট বিভাগ থেকে ভালো মানের ৩ থেকে ৪ জন ব্যাটসম্যান বের করে আনা তার দায়িত্ব থাকবে।

এ বিষয়ে নাজমুল বলেন, ‘আলহামদুলিল্লাহ, অনেক বড় একটি দায়িত্ব পেয়েছি। দেখেন বর্তমান সময়ে টেস্ট ক্রিকেটে কিন্তু সিলেটের পেসাররাই লিড করছে। বেশ দাপটের সঙ্গে তারা আন্তর্জাতিক ক্রিকেটে ভালো করছে। আমি যেহেতু নতুন করে সিলেট বিভাগের দায়িত্বে এসেছি, লক্ষ্য থাকবে পেসারদের এ ধারা অব্যাহত রাখার।’

এরপর তিনি বলেন, ‘এর পাশাপাশি ভালো ইয়াং ৩ থেকে ৪ জন ব্যাটারকে স্টাবলিশ করাও লক্ষ্য। অলক ভাই, রাজিন ভাই অবসর নেয়ায় ব্যাটিংয়ে বড় একটা গ্যাপ পড়ে গেছে। এবার সিলেট দলে ৩-৪ জন দারুণ ব্যাটার রয়েছে। বিশেষ করে আবু বক্কর, অমিত হাসান, জাকির হাসান এদের ভালো করার সম্ভাবনা অনেক বেশি।’

নাজমুল যোগ করেন, ‘একটা জিনিস বলি, সব বিভাগের খেলোয়াড়দের তুলনায় সবথেকে তরুণ ক্রিকেটার এবার সিলেট বিভাগে। আমি সে কারণে চ্যাম্পিয়ন হওয়া নিয়ে খুব একটা ভাবছি না। ম্যাচ বাই ম্যাচ ভালো করার পরিকল্পনায় এগিয়ে যেতে চাই।’

Provaati
    দৈনিক প্রভাতী