রোববার   ২৪ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১০ ১৪৩১ |   ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

সিলেটে নিখোঁজের এ সপ্তাহ পর মাদরাসা ছাত্র উদ্ধার

প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২২ ২২ ১০ ০২  

সিলেটে-নিখোঁজের-এ-সপ্তাহ-পর-মাদরাসা-ছাত্র-উদ্ধার

সিলেটে-নিখোঁজের-এ-সপ্তাহ-পর-মাদরাসা-ছাত্র-উদ্ধার

সিলেটে নিখোঁজের এ সপ্তাহ পর এক মাদরাসা ছাত্রকে উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত ৯টার দিকে সিলেটের দক্ষিণসুরমাস্থ রশিদপুর এলাকা থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় অপহরণকারী ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার হওয়া মাদরাসা ছাত্রের বাড়ি সিলেটের ওসমানীনগর উপজেলায়। অপহরণের পর সিলেট নগরের একটি হোটেলে নিয়ে তাকে যৌন নির্যাতন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

রোববার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন।

সিলেটের পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আব্দুল্লাহ আল মামুন বলেন, গত ৯ অক্টোবর বাড়ি থেকে মাদরাসার উদ্দেশ্যে বের হওয়ার পর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। ১২ অক্টোবর তার বাবা ওসমানীনগর থানায় লিখিতভাবে বিষয়টি অবহিত করেন। এ সংক্রান্ত জিডি দায়ের করে পুলিশ উদ্ধার অভিযান শুরু করে।

এসপি বলেন, মাদরাসা ছাত্রকে উদ্ধারে পুলিশের তিনটি টিম মাঠে নেমে জানতে পারে ভিকটিমকে আটকে রেখে ১০ হাজার মুক্তিপণ দাবি করছে একটি চক্র। মুক্তিপণ না দিলে তাকে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়েছে। এরই মধ্যে ভিকটিমের পরিবার অপহরণকারীদের ১০২০ টাকা প্রদানও করেন। বিভিন্ন মাধ্যমে তথ্য সংগ্রহ করে অভিযানের এক পর্যায়ে শনিবার রাত ৯টার দিকে সিলেটের রশিদপুরস্থ ফুলকলি শোরুমের সামনে থেকে তাকে উদ্ধার করে। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে অপহরণকারী মো. নজরুল ইসলাম ওরফে মেনু মিয়াকে গ্রেফতার করা হয়। মেনু মিয়া কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার আহুতিয়া গ্রামের মৃত শামসুদ্দিনের ছেলে। তিনি দেশের বিভিন্ন স্থানে মেলাতে স্টল ভাড়া নিয়ে ব্যবসা করতেন।

পুলিশ সুপার বলেন, এ ঘটনায় ভিকটিম শিশুর বাবা বাদী হয়ে ওসমানীনগর থানায় মামলা দায়ের করেছেন। এ ঘটনার সঙ্গে আরও যারা জড়িত রয়েছে তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। 

Provaati
    দৈনিক প্রভাতী