শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৪ ১৪৩১ |   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

সালাহদের কোচ আসছেন বাংলাদেশের ক্লাব!

প্রকাশিত: ৩ সেপ্টেম্বর ২০২২ ২১ ০৯ ০১  

সালাহদের-কোচ-আসছেন-বাংলাদেশের-ক্লাব

সালাহদের-কোচ-আসছেন-বাংলাদেশের-ক্লাব

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের নতুন দল ফর্টিজ এফসিতে কোচিং করাতে আসছেন মোহামেদ সালাহদের কোচ। আগামী মাসের শুরুর দিকে ঢাকায় তার পৌঁছানোর কথা রয়েছে।

এরইমধ্যে সহকারী কোচ হিসেবে ফর্টিজ চুক্তি করেছে মিশরের জাতীয় দলের সাবেক সহকারী কোচ ফ্রান্সেসকো জোস ব্রুতো দা কস্তার সঙ্গে।

ভারতে জন্মগ্রহণ করা দা কস্তা বর্তমানে পর্তুগালের নাগরিক। সর্বশেষ মিসর জাতীয় দলের সহকারী কোচ ছিলেন তিনি। পরবর্তী মৌসুমের পুরো সময় তিনি ফর্টিজে থাকবেন। 

ফর্টিজ এফসি সহকারী কোচের প্রেরিত বক্তব্য উল্লেখ করেছে, কস্তা ফর্টিজের ভিশন জেনে বেশ আনন্দিত এবং তিনি এই প্রকল্পটির সঙ্গে কাজ করতে চান। ফর্টিজ এফসিও আশাবাদ তিনি দলকে সুশৃঙ্খলভাবে গড়ে তুলতে পারেন। 

ফর্টিজ সহকারী কোচ বিদেশি নিলেও প্রধান কোচ থাকবেন বাংলাদেশের। ফর্টিজের হেড কোচের জাতীয় দলে কোচিং স্টাফে কাজ করছেন। কিছু আনুষ্ঠানিকতার পর ফর্টিজ হেড কোচের নাম প্রকাশ করবে।

Provaati
    দৈনিক প্রভাতী