বুধবার   ২৭ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৩ ১৪৩১ |   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

সাফের সেরা গোলদাতা সাবিনা

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২২ ২১ ০৯ ০২  

সাফের-সেরা-গোলদাতা-সাবিনা

সাফের-সেরা-গোলদাতা-সাবিনা

এ যেন এক স্বপ্নপূরণের রাত! যে সাফ এতদিন বাংলাদেশকে কেবল বঞ্চনাই উপহার দিয়েছে, অবশেষে সেই সাফের শিরোপা জয়... তাও আবার এমন এক দলকে হারিয়ে, যাদের বিপক্ষে এর আগে একটা ম্যাচও জেতা হয়নি। এটা স্বপ্নপূরণ নয়তো কী?

গোল করে আর করিয়ে এই স্বপ্নপূরণের, ইতিহাস গড়ার পথে বড় কুশীলব হিসেবে কাজ করেছেন বাংলাদেশের অধিনায়ক সাবিনা খাতুন। পুরো টুর্নামেন্টে তিনি করেছেন ৮ গোল। তাতেই টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার উঠেছে তার হাতে। 

মালদ্বীপের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু। বাংলাদেশের অদম্য, অপরাজিত যাত্রার শুরুটা সেই ম্যাচে। কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে জোড়া গোল করেন সাবিনা, খোলেন টুর্নামেন্টে বাংলাদেশের গোলের খাতাও। সেই ম্যাচে বাংলাদেশ জয় পায় ৩-০ ব্যবধানে।

এরপর পাকিস্তানের বিপক্ষে করে বসেন হ্যাটট্রিক। পরের ম্যাচে ভারত ছিল বাংলাদেশের প্রতিপক্ষ। সেই ম্যাচে অবশ্য গোল পাননি সাবিনা। ভারত ম্যাচে গোল না পাওয়ার ঝালটা তোলেন সেমিফাইনালে। ভুটানের বিপক্ষে তুলে নেন টুর্নামেন্টের দ্বিতীয় হ্যাটট্রিক। বাংলাদেশ ৮-০ গোলের বিশাল এক জয়ে উঠে যায় ফাইনালে।

আজ কাঠমান্ডুর দশরথে তার দায়িত্বটা ছিল বড়। এমনিতে গোলদাতাদের অভাব নেই বাংলাদেশের। তাই কোচ গোলাম রব্বানী ছোটন তাকে খেলান একটু নিচে। সে ভূমিকাতেও দারুণভাবে উতরে গেলেন সাবিনা।

একের পর এক সুযোগ তৈরি করেছেন সাবিনা। তাতে স্বাগতিক নেপালের ওপর ছড়িটা ঘোরাচ্ছিল বাংলাদেশই। দ্বিতীয় গোলে তার বাড়ানো দারুণ একটা বল খুঁজে পেল কৃষ্ণা চাকমাকে, এরপর গোল। তৃতীয় গোলেও একই ঘটনার পুনরাবৃত্তি। তাতেই শিরোপার ছোঁয়া পেল বাংলাদেশ।

কৃতিত্বের স্বীকৃতি সাবিনাও পেলেন। টুর্নামেন্টে আট গোল করে হলেন টুর্নামেন্টের সেরা গোলদাতা।

Provaati
    দৈনিক প্রভাতী