বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৪ ১৪৩১ |   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

সাফ জয়ী চট্টগ্রামের ৫ কন্যা পেলেন সংবর্ধনা

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২২ ২০ ০৮ ০১  

সাফ-জয়ী-চট্টগ্রামের-৫-কন্যা-পেলেন-সংবর্ধনা

সাফ-জয়ী-চট্টগ্রামের-৫-কন্যা-পেলেন-সংবর্ধনা

দক্ষিণ এশিয়া নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ (সাফ) জয়ী বৃহত্তর চট্টগ্রামের পাঁচ নারী ফুটবলারকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার বিকেলে চট্টগ্রাম নগরীর জামালখান মোড়ে এ সংবর্ধনা দেওয়া হয়।

সংবর্ধনা পাওয়া পাঁচ ফুটবলার হলেন- রাঙামাটির রুপনা চাকমা ও ঋতুপর্ণা চাকমা, খাগড়াছড়ির মনিকা চাকমা এবং যমজ বোন আনাই মগিনী ও আনুচিং মগিনী।

চট্টগ্রাম থেকে প্রকাশিত দৈনিক আজাদী পত্রিকার পক্ষ থেকে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে পাঁচ ফুটবালরাকে এক লাখ টাকা করে দেওয়া হয়।

সংবর্ধনা পাওয়া ফুটবলার ঋতুপর্ণা চাকমা বলেন, আমি বৃহত্তর চট্টগ্রামের মেয়ে। আমি গর্বিত চট্টগ্রামের মেয়ে হয়ে। যখন দূরে থাকি তখন চট্টগ্রামকে মিস করি। অনেকদিন পরে চট্টগ্রামে শহরে এসে অনেক ভালো লাগছে। অনেক খুশি লাগছে আজকে। আমাদের সংবর্ধনা দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন- চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোহাম্মদ আশরাফ উদ্দিন, সিএমপি কমিশনার কৃষ্ণপদ রায়, সাবেক মেয়র ও সিজেকেএস সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, বিসিবি পরিচালক মনজুর আলম মঞ্জু প্রমুখ। 

এর আগে, বেলা ১১টার দিকে পাঁচ ফুটবলার ঢাকা থেকে চট্টগ্রামে পৌঁছান। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের অভ্যর্থনা জানানো হয়। পরে সাড়ে ৩টার দিকে শোভাযাত্রার মাধ্যমে চট্টগ্রাম ক্লাব থেকে অনুষ্ঠানস্থলে নেয়া হয়।

Provaati
    দৈনিক প্রভাতী