শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৪ ১৪৩১ |   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

সাঞ্চোর গোলে ইউনাইটেডের আরেকটি জয়

প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০২২ ১৯ ০৭ ০২  

সাঞ্চোর-গোলে-ইউনাইটেডের-আরেকটি-জয়

সাঞ্চোর-গোলে-ইউনাইটেডের-আরেকটি-জয়

প্রিমিয়ার লিগে বৃহস্পতিবার লিস্টার সিটির বিপক্ষে খেলতে নেমেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। এ ম্যাচে গোল করে রেড ডেভিলদের অনবদ্য জয় এনে দিয়েছেন জাডন সাঞ্চো।

ম্যাচের প্রথমার্ধে সাঞ্চোর এই গোলটি লিগে ইউনাইটেডকে টানা তৃতীয় জয় পাইয়ে দিয়েছে। যার ফলে চরম বিপর্যয় দিয়ে নতুন মৌসুম শুরু করা ইউনাইটেড উঠে এসেছে পয়েন্ট তালিকার ৫ম স্থানে।

শুধু তাই নয়, শীর্ষ চারটি দলের চেয়ে মাত্র এক পয়েন্টে পিছিয়ে রয়েছে টেন হাগের শিষ্যরা।

টেন হাগ যুগের সুচনালগ্নে নিজেদের প্রথম দুটি লিগ ম্যাচেই ব্রাইটন ও ব্রেন্টফোর্ডের কাছে পরাজিত হয়েছিল ইউনাইটেড। কিছু বুঝে উঠার আগেই অবিশ্বাস্যভাবে দলটি নেমে যায় পয়েন্ট তালিকার তলানিতে।

ম্যাচ জয়ের পর টেন হাগ বলেন, ‘এটি সামনে এগুনোর আরেকটি ধাপ। সুতরাং আমি এতে খুশি। আমরা দলগত স্পিরিট প্রদর্শন করতে পেরেছি। মাঠে আমাদের ১১ জন খেলোয়াড় ছিল যারা একে অপরের জন্য লড়াই করেছে এবং দলবদ্ধভাবে চমৎকার একটি গোল করেছে।’

টেন হাগ আরো বলেন, ‘মাঠে আমাদের ১১ জন খেলোয়াড় যখন একত্রে আক্রমণ ও রক্ষণ সামলাতে পারে এবং আমাদের শক্তি থাকে, তখন কি অর্জন করতে পারি তা আপনারা দেখতেই পাচ্ছেন।’

তিনি যোগ করেন, ‘দল এখনো উন্নতির পথে রয়েছে। মৌসুমের এই পর্যায়ে এসে এটি একটি স্বাভাবিক ব্যাপার। আরো ভালো সিদ্ধান্ত নিয়ে আমাদের দ্বিতীয় গোল করা উচিৎ ছিল। আমাদের আরো আগ্রাসী হতে হবে।’

ম্যাচের ২৩ মিনিটে ব্রুনো ফার্নান্দেজ ও রাশফোর্ড বল আদান প্রদানের মাধ্যমে লিস্টারের সীমানায় গিয়ে সেটি সাঞ্চোর কাছে চালান করে দেন। বল পেয়েই এক শটে লক্ষ্যভেদ করেন সাঞ্চো।

চলতি মৌসুমের ৫ ম্যাচ থেকে মাত্র একটি পয়েন্ট নিয়ে তালিকার তলানিতে পড়ে আছে লিস্টার সিটি। ১৯৯৪ সালের পর এটিই ক্লাবটির সবচেয়ে বাজে সূচনা।

Provaati
    দৈনিক প্রভাতী