রোববার   ২৪ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১০ ১৪৩১ |   ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

সাকিবের সামনে শীর্ষস্থান শক্ত করার সুযোগ

প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২২ ১৯ ০৭ ০২  

সাকিবের-সামনে-শীর্ষস্থান-শক্ত-করার-সুযোগ

সাকিবের-সামনে-শীর্ষস্থান-শক্ত-করার-সুযোগ

টি-২০ বিশ্বকাপের মঞ্চে সেরা বোলার বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান।  টি-২০ বিশ্বকাপে সাত আসরে এ পর্যন্ত সর্বোচ্চ উইকেট শিকারী  সাকিব।  ৩১ ম্যাচের ৩০ ইনিংসে ১১০ দশমিক ১ ওভার বল করে ৭০৯ রান দিয়ে ৪১ উইকেট নিয়েছেন তিনি।

২৯ উইকেট নিয়ে দ্বিতীয়স্থানে পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি। তবে এই বিশ্বকাপে খেলছেন, তাদের মধ্যে উইকেট শিকারে সাকিবের ধারে কাছে নেই কেউই।

এই বিশ্বকাপে অংশ নেয়াদের মধ্যে সাকিবের পর উইকেট শিকারে আছেন ভারতের স্পিনার রবীচন্দ্রন অশ্বিন। ১৮ ম্যাচে ২৬ উইকেট আছে তার। এরপর আছে অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ক। ১৭ ম্যাচে ২৪ উইকেট শিকার করেছেন তিনি।

সেরা বোলিং গড় ওয়েস্ট ইন্ডিজের স্পিনার স্যামুয়েল বদ্রির। তার গড় ১৩ দশমিক ৫৮।  

সেরা ইকোনমি রেট ওয়েস্ট ইন্ডিজের স্পিনার সুনীল নারাইনের। ৫ দশমিক ১৭।

সেরা বোলিং ফিগার শ্রীলংকার অজান্থা মেন্ডিসের। ২০১২ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচে ৮ রানে ৬ উইকেট নিয়েছিলেন তিনি।

এক আসরে সবচেয়ে বেশি উইকেট শ্রীলংকার স্পিনার হাসারাঙ্গা ডি সিলভার। গত আসরে ১৬ উইকেট নিয়েছেন তিনি।

Provaati
    দৈনিক প্রভাতী