শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৪ ১৪৩১ |   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

সাকিবের মোনাক মার্টের শুভেচ্ছাদূত গলফার সিদ্দিকুর

প্রকাশিত: ৩ সেপ্টেম্বর ২০২২ ১২ ১২ ০১  

সাকিবের-মোনাক-মার্টের-শুভেচ্ছাদূত-গলফার-সিদ্দিকুর

সাকিবের-মোনাক-মার্টের-শুভেচ্ছাদূত-গলফার-সিদ্দিকুর

এক দশকের বেশি সময় ধরে বিশ্ব দরবারে বাংলাদেশে পতাকা উড়াচ্ছেন দেশসেরা গলফার সিদ্দিকুর রহমান।  আগামী দুই বছরের জন্য দেশসেরা এ গলফারের পাশে থাকবে ক্রিকেটার সাকিব আল হাসানের মালিকানাধীন ই-কমার্স প্রতিষ্ঠান মোনার্ক মার্ট। প্রতিষ্ঠানটির শুভেচ্ছাদূত করা হয়েছে সিদ্দিকুরকে। 

আগামী দুই বছর সিদ্দিকুর যতগুলো টুর্নামেন্টে অংশ নেবেন, এর পুরো বিমানভাড়া, অনুশীলনের জন্য ভ্রমণ, আবাসনসহ অন্যান্য সব খরচ বহন করবে  মোনার্ক মার্ট। এর বদলে সিদ্দিকুরের জার্সি ও গলফের সরঞ্জাম বহনকারী ব্যাগে থাকবে মোনার্ক মার্টের লোগো। 

রাজধানীর মতিঝিলের সিটি সেন্টারে মোনাক মার্টের অফিসে দুই পক্ষের মধ্যে একটি সমঝোতা চুক্তি সই হয়েছে। মোনার্ক মার্টের পক্ষে চুক্তিতে সই করেছেন প্রতিষ্ঠানের প্রধান অর্থ কর্মকর্তা রফিকুল ইসলাম।

সাকিব আল হাসানের ব্যক্তিগত উদ্যোগে সিদ্দিকুর পৃষ্ঠপোষকতা পাচ্ছেন বলে জানালেন মোনার্ক মার্টের প্রধান অর্থ কর্মকর্তা রফিকুল ইসলাম।

তিনি বলেন, অন্য খেলার খেলোয়াড়দের সহযোগিতা করতেই সাকিব আল হাসান এমন উদ্যোগ নিয়েছেন। স্পনসরের অভাবে অনেক সময় অনেক খেলোয়াড়েরা বিভিন্ন টুর্নামেন্টে খেলতে পারেন না। তাদের জন্য কিছু করার তাগিদ সব সময়ই আছে সাকিবের। সেটার অংশ হিসেবে এবার সিদ্দিকুরের পাশে দাঁড়ানো।

এশিয়ান ট্যুরের টুর্নামেন্ট শিনহান ডংঘায়ে ওপেনে খেলতে আজ জাপান যাচ্ছেন সিদ্দিকুর। 

সাকিব আল হাসানের প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষকতা পেয়ে উচ্ছ্বসিত সিদ্দিকুর। তিনি বলেন, সাকিবের সঙ্গে এ ব্যাপারে সরাসরি কোনো কথা হয়নি আমার। তবে অবশ্যই এটা আমার জন্য বড় অনুপ্রেরণা। কারণ, তিনি আমাদের দেশের কিংবদন্তি ক্রিকেটার। আমাকে উনার প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত করেছে, এ জন্য আমি গর্বিত। আমার খুব ভালো লাগছে। আমি খেলার মাঠে নিজের সেরাটাই দেব, যাতে তাদের কোনো অনুশোচনা না থাকে। দিন শেষে যেন আমরা দুই পক্ষই একটা ভালো অবস্থানে থাকতে পারি।

Provaati
    দৈনিক প্রভাতী