মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১১ ১৪৩১ |   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

সস্তা বিনোদনের পিছনে ছুটছে নতুন প্রজন্ম : নওয়াজউদ্দিন

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২২ ১৪ ০২ ০২  

সস্তা-বিনোদনের-পিছনে-ছুটছে-নতুন-প্রজন্মনওয়াজউদ্দিন

সস্তা-বিনোদনের-পিছনে-ছুটছে-নতুন-প্রজন্মনওয়াজউদ্দিন

বলিউডি অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী দুশ্চিন্তা করছেন নতুন প্রজন্মকে নিয়ে। তার মতে, এখন নতুনরা মাথা খাটাতেই ভুলে গেছে। বর্তমানে চারপাশে শুধু সস্তা বিনোদনে ভরপুর। যে কারণে ভালো কিছু দেখতেই পাচ্ছেন না তারা। এতে তাদের মস্তিস্কের সমৃদ্ধিও হচ্ছে না।

গুগল দুনিয়ায় ঢুঁ মেরে পড়ে আছে নতুন প্রজন্ম। তাদের কিছু জিজ্ঞাস করা হলে গুগল সার্চ করে বলে দিচ্ছে। এমনকি নিজের রাজধানীর নামটাও গুগলে দেখে বলছে। মাথায় কিছুই নেই। মাথা খাটাতে ভুলেই যাচ্ছে তারা।

১৬ শতক থেকে বিশ্বজুড়ে অপরাধমূলক গল্পের রমরমা, টানটান উত্তেজনার কারণ হয়ে উঠেছে আগাথা ক্রিস্টির উপন্যাস থেকে শুরু করে আলফ্রেড হিচককের সিনেমা। নওয়াজের মতে, এ ধরনের গল্প মস্তিষ্কের সচলতা বাড়ায়। কৌতূহল উদ্রেক করে মানুষের মনে। সে কারণেই এ ধরনের গল্প কখনও পুরোনো হয় না।

তিনি আরও বলেন, বলতে খারাপ লাগছে, কিন্তু সস্তা বিনোদনের পিছনেই ছুটছি আমরা। বাচ্চাদের একটা কিছু জিজ্ঞেস করুন, গুগল করে বলবে। কোনো দেশের রাজধানীর নামটুকুও মনে রাখতে পারে না। এমন দিন দেখতে হচ্ছে মস্তিষ্ক পুষ্টি পাচ্ছে না বলেই, ব্রেনের ব্যায়াম করার ক্ষমতা নষ্ট করছে নেটদুনিয়া।

এ ছাড়া তিনি এ প্রসঙ্গে আরও জানান, চারপাশে শুধু সস্তা বিনোদন। ভালো কিছু দেখতেই পাচ্ছে না নবীন প্রজন্ম এতে সমৃদ্ধির পথে বাঁধা হয়ে পড়ছে।

প্রসঙ্গত, ‘হিরোপন্তি ২’-এ শেষ দেখা গিয়েছিল নওয়াজ সিদ্দিকীকে। ঝুলিতে আছে ‘হাড্ডি’ এবং ‘নুরানি চেহেরা’।

Provaati
    দৈনিক প্রভাতী