শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৪ ১৪৩১ |   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

সবার আগে দেশে ফিরছে বাংলাদেশ দল

প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০২২ ২১ ০৯ ০১  

সবার-আগে-দেশে-ফিরছে-বাংলাদেশ-দল

সবার-আগে-দেশে-ফিরছে-বাংলাদেশ-দল

যেন শুরুর আগেই শেষ, আফগানিস্তানের কাছে ৭ উইকেটে হারের পর লংকানদের বিপক্ষে হারের মধ্য দিয়ে সবার আগে এশিয়া কাপের মিশন শেষ করে বাংলাদেশ। ফলে দেশের পথ ধরতে হচ্ছে টাইগারদের। জানা গেল প্লেনের টিকিট পাওয়ার প্রেক্ষিতে গভীর রাতেই প্লেনে উঠতে পারে দল। 

দুই ম্যাচে তীরের কাছে গিয়ে তরী ডুবেছে সাকিব বাহিনীর। একদম শেষ দিকে গিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়েছে সাকিবের দল।

পারফরম্যান্স আর ফল যাই হোক, টিম ম্যানেজমেন্ট কিন্তু এশিয়া কাপের সুপার ফোর খেলার স্বপ্ন নিয়েই দেশ ছেড়েছিল। তাই বাংলাদেশের রিটার্ন টিকিট সেভাবে কনফার্ম ছিল না। সেটা ওপেন ছিল।

কিন্তু এখন বাদ পড়ার পর দেখা দিয়েছে আগেভাগে ফেরার প্রশ্ন। যেহেতু টিকিট কনফার্ম ছিল না, তাই একদিনের মধ্যে পুরো বহরের দুবাই থেকে ঢাকা ফেরার টিকিটও পাওয়া সহজ না।

প্রথমে শোনা গিয়েছিল, শুক্রবার না হলেও শনিবার দুবাই থেকে দেশে ফিরবে বাংলাদেশ দল। তবে বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম জানিয়েছেন, চেষ্টা করা হচ্ছে শুক্রবার রাতেই বিমানে ওঠার।

পরে শুক্রবার বাংলাদেশ সময় সন্ধ্যার ঠিক আগে জানিয়েছেন, গভীর রাতে রওনা দিয়ে আগামীকাল শনিবার সকাল ৮ টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরন করবে বাংলাদেশ দল। 

Provaati
    দৈনিক প্রভাতী