বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৪ ১৪৩১ |   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

‘সবকিছুতেই তোমার পাশে আছি` কোহলির শতকের পর আনুশকা

প্রকাশিত: ৯ সেপ্টেম্বর ২০২২ ১৮ ০৬ ০১  

সবকিছুতেই-তোমার-পাশে-আছি-কোহলির-শতকের-পর-আনুশকা

সবকিছুতেই-তোমার-পাশে-আছি-কোহলির-শতকের-পর-আনুশকা

এবারের এশিয়া কাপ যেন বিরাট কোহলির জন্য আশীর্বাদ বয়ে নিয়ে এলো। অবশেষে ১০২০ দির পর কোহলির ব্যাট হাসলো। তিনি পেলে শতকের দেখা। এর মধ্য দিয়ে টি-২০ তে কোহলি পুর্ন করলেন ৩৫০০ রান। আর এই পুরো সুখের মূহুর্তটাই তিনি উৎসর্গ করেন প্রিয়তমা স্ত্রী আনুশকাকে। 

শতক পুরণ করার পরপরই আঙ্গুলের ইশারায় তার উদযাপনটা ছিল আনুশকাকে ঘিরে। যেন প্রাণ ফিরে পাওয়া এই শতক আনুশকারই অবদান।

এদিকে কোহলির কামব্যাকের দিনে তাকে শুভেচ্ছা জাানিয়ে উত্তরও দিয়েছেন আনুশকা। সেঞ্চুরি করার পরের মুহূর্ত শেয়ার করেছেন অভিনেত্রী নিজের সোশ্যাল মিডিয়ায়। 

সেখানে বিরাট কোহলির তিনটা ছবি পোস্ট করে আনুশকা লিখেন, ‘সবকিছুতে তোমার পাশে আছি।' 

পাকিস্তান ম্যাচের পর সংবাদ সম্মেলনে এসে কোহলি জানিয়েছিলেন, টেস্ট অধিনায়কত্ব ছাড়ার পর এক মহেন্দ্র সিং ধোনি ছাড়া কেউ তাকে বার্তা পাঠাননি। তার মুখে উঠে এল না কোনো সতীর্থ বা কোচের নাম। বার বার ঘুরেফিরে স্ত্রী আনুশকা শর্মা এবং মেয়ে ভামিকার নামই নিলেন তিনি।

শতরানের পর লকেট আর আংটিতে চুমু খেলাম। কারণ, আমার ফিরে আসা এবং সব সময় পাশে দাঁড়ানোর জন্য সবচেয়ে বেশি অবদান এক জন মানুষেরই রয়েছে। সে আমার স্ত্রী আনুশকা শর্মা। এই শতরান সবার আগে ওকে এবং আমাদের মেয়ে ভামিকাকে উৎসর্গ করছি।’

স্টার স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে কোহলি বলেন, আসলে আপনি আমাকে এখানে দাঁড়িয়ে থাকতে দেখছেন, কারণ একজন ব্যক্তি আমার জন্য সবকিছু উৎসর্গ করেছে। আর সেটা হলো অনুশকা। এই সেঞ্চুরিটি ওকে এবং আমাদের মেয়ে ভামিকার জন্যই।

২০১৯ সালের ২২ নভেম্বর ইডেন গার্ডেনসে বাংলাদেশের বিপক্ষে টেস্টে শেষবার শতকের দেখা পেয়েছিলেন বিরাট কোহলি। এরপর কেটে যায় প্রায় তিন বছর, তবে সেই শতকের দেখা পাচ্ছিলেন না সময়ের সেরা এই ব্যাটসম্যান। 

অবশেষে এশিয়া কাপে আফগানদের বিপক্ষে ৬১ বলে ১২২ রানের অপরাজিত ইনিংস খেলেন কোহলি। 

Provaati
    দৈনিক প্রভাতী