সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১০ ১৪৩১ |   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শ্যামনগরে জমির বিরোধে সংঘর্ষ, নিহত ১

প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২২ ১৮ ০৬ ০১  

শ্যামনগরে-জমির-বিরোধে-সংঘর্ষ-নিহত-১

শ্যামনগরে-জমির-বিরোধে-সংঘর্ষ-নিহত-১

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে আব্দুর রাজ্জাক নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করেছে পুলিশ।

শনিবার সকালে শ্যামনগর উপজেলার হাটছালা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রাজ্জাক একই গ্রামের অমেদ আলীর ছেলে। 

নিহত আব্দুর রাজ্জাকের ছোট ভাইয়ের স্ত্রী মনোয়ারা খাতুন জানান, আব্দুর রাজ্জাক সকালে নিজ জমিতে কাজ করছিলেন। এ সময় একই গ্রামের অলিউল্লাহ তরফদারের ছেলে আজিজুল তরফতদার, ইয়াকুব আলী, এরশাদ গাজীর স্ত্রী নুরজাহান, অলিউল্লাহ তরফদারের স্ত্রী সাহিদা বেগম অতর্কিতভাবে তাদের উপর হামলা চালান। একপর্যায়ে আজিজুল তরদফদার আব্দুর রাজ্জাকের মাথায় রড দিয়ে আঘাত করেন। পরে স্থানীয়রা আব্দুর রাজ্জাককে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে শ্যামনগর থানার ওসি কাজী ওয়াহিদ মোর্শেদ বলেন, লাশ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এছাড়া প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করা হয়েছে।

Provaati
    দৈনিক প্রভাতী