বুধবার   ২৭ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১২ ১৪৩১ |   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার কারসাজি: দুদকের ‘পর্যবেক্ষণে’ সাকিব

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২২ ১৭ ০৫ ০১  

শেয়ারবাজার-কারসাজি-দুদকের-পর্যবেক্ষণে-সাকিব

শেয়ারবাজার-কারসাজি-দুদকের-পর্যবেক্ষণে-সাকিব

শেয়ারবাজার কারসাজি তদন্তে বেরিয়ে এসেছে ক্রিকেট তারকা সাকিব আল হাসানের কোম্পানির নাম। বাবার নাম বদলের বিতর্কে জড়িয়েছেন তিনি। তার বিরুদ্ধে ওঠা অভিযোগ পর্যবেক্ষণ করছে দুদক। 

মঙ্গলবার সাংবাদিকদের দুদক সচিব মো. মাহবুব হোসেন জানান, সাকিব আল হাসানের সঙ্গে দুদকের শুভেচ্ছাদূতের চুক্তি বিনাপারিশ্রমিকে। এর আগে গণমাধ্যমে কারাতে ফেডারেশনের সভাপতি ও দুদক কমিশনার মোজাম্মেল হক বলেছিলেন, সাকিবের বিষয়ে এখনই কোনো মন্তব্য করা যাচ্ছে না। আমরা কমিশনে বিষয়টি নিয়ে আলোচনা করবো। 

সম্প্রতি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এক তদন্ত প্রতিবেদন সূত্রে জানা গেছে, শেয়ারবাজারের দর নিয়ে কারসাজিতে মোনার্ক হোল্ডিংস লিমিটেড জড়িত রয়েছে, যার চেয়ারম্যানের পদে রয়েছেন ক্রিকেটার সাকিব আল হাসান। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক, শেয়ারবাজারের আলোচিত বিনিয়োগকারী আবুল খায়ের হিরোর স্ত্রী কাজী সাদিয়া হাসানের নামও এসেছে শেয়ারবাজার কারসাজিতে।

সম্প্রতি পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) শেয়ারবাজার কারসাজিতে জড়িত থাকার দায়ে মোনার্ক হোল্ডিংস এবং কাজী সাদিয়া হাসানসহ হিরোর পরিবারের আরো কিছু সদস্য ও সহযোগীদের মোট ৩.৫৫ কোটি টাকা জরিমানা করে।  এর মধ্যে ওয়ান ব্যাংকের শেয়ার কারসাজির জন্য ৩ কোটি টাকা এবং বিডিকম এর শেয়ার কারসাজির জন্য বাকি টাকা জরিমানা করা হয়। 

২০২১ সালের নভেম্বরে শেয়ার নিয়ে কারসাজির সময় ওয়ান ব্যাংকের শেয়ারের শীর্ষ ক্রেতা-বিক্রেতাদের একজন ছিলেন সাকিব আল হাসান। সে সময় শেয়ারের মোট ভলিউমের ১.৮৪ শতাংশ ছিল সাকিবের হাতে।

তবে বিএসইসির তদন্ত প্রতিবেদনে সাকিবকে সরাসরি এ কেলেঙ্কারির জন্য দায়ী করা হয়নি। 

Provaati
    দৈনিক প্রভাতী